promotional_ad

নীরবতা ভাঙলেন তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তামিম ইকবাল। বিশ্রামের এই সময়টা লোকচক্ষুর আড়ালেই ছিলেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার।


অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমির মাঠে ব্যাটিং অনুশীলন করেছেন দেশসেরা এই ওপেনার। সোয়া ১২টায় অনুশীলন শুরু করে প্রায় এক ঘণ্টা নেটে ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।



promotional_ad

অনুশীলনের পুরোটা সময়ই স্পিন বোলারদের মোকাবেলা করেছেন তিনি। তাঁকে বল করেছেন বাংলাদেশ দলের বাইরে থাকা দুই বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি এবং সোহরাওয়ার্দী শুভ। দুই স্পিনারের বিপক্ষে বড় শটের অনুশীলন করেছেন তামিম। 


ক্রিকেট থেকে দূরে থাকার সময়টা বিদেশে অবকাশ যাপন করেছেন তামিম। দেশে ফিরে নিজেকে প্রস্তুত করার মিশন শুরু করেছেন বাঁহাতি এই ওপেনার। মিরপুরের একাডেমির মাঠে অনুশীলন করলেও এদিন সংবাদমাধ্যমকে এড়িয়ে গেছেন তামিম।


ইংল্যান্ড বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ছিলেন তামিম। শ্রীলঙ্কা সফরেও তাঁর ব্যাট হাসেনি। তামিমের নেতৃত্বে শ্রীলঙ্কা সিরিজটি ভালো যায়নি বাংলাদেশেরও। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ।



মানসিকভাবে প্রস্তুত হয়ে ক্রিকেটে ফিরতে ঘরের মাঠে দুটি সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন তামিম। এই ওপেনারের সিদ্ধান্তে সায় দেয় বিসিবি। ফলে তাঁকে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করা হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball