মুমিনুলদের শ্রীলঙ্কা মিশন শুরু সোমবার

ছবি: ছবিঃ এসএলসি

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম চারদিনের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। কাটুয়াঙ্কের এয়ারফোর্স মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক। শ্রীলঙ্কা সফরের জন্য ‘এ’ দলে ডাকা হয়েছে সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ, ইবাদত হোসেন, নাজমুল হোসেন শান্তর মতো জাতীয় দলে খেলা ক্রিকেটারদের।

জাতীয় দল থেকে বাদ পড়া দুই ক্রিকেটার সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজও আছেন ‘এ’ দলের স্কোয়াডে। 'এ’ দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত বর্তমানে জাতীয় দলের হয়ে এবং সাইফ হাসান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভারতে খেলছেন।
সিরিজ শেষ করে কলম্বোতে তাদের যোগ দেয়ার কথা রয়েছে। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে উইকেটরক্ষক ব্যাটসম্যান জহুরুল ইসলাম, নুরুল হাসান সোহান এবং এনামুল হক বিজয় আছেন ‘এ’ দলের স্কোয়াডে।
পাইপলাইনে থাকা ক্রিকেটারদের মধ্যে এবারই প্রথম ‘এ’ দলে ডাক পেয়েছেন সালাহউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা এবং রিশাদ হোসেন। ফলে বোঝাই যাচ্ছে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলে শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ ‘এ’ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান, এনামুল হক, সৌম্য ???রকার, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, সানজামুল ইসলাম, রিশাদ হোসেন, সালাহউদ্দিন শাকিল, মেহেদী হাসান রানা, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও মেহেদী হাসান মিরাজ।