ফাইনালে ওপেনারদের দিকে তাকিয়ে সাইফউদ্দিন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে জ্বলে উঠতে পারছেন না বাংলাদেশের ওপেনাররা। দলের পেস অলরাউন্ডার সাইফউদ্দিনের প্রত্যাশা ফাইনালে বড় জুটি গড়তে পারবেন ওপেনাররা।
ঢাকায় ফিরে বিমানবন্দরে গণমাধ্যমকে সাইফউদ্দিন বলেন, 'ওপেনিং আশানরুপ হচ্ছে না। আশা করি হবে। ফাইনালে আশা করি ওপেনাররা ভালো করবে। মিডল অর্ডারও আরও ভালো করবে।'

চলমান সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে উদ্বোধনী জুটিতে (সৌম্য সরকার ও লিটন দাস) বাংলাদেশ তোলে ২৬ রান। এরপর আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং জুটি পরিবর্তন করলেও নতুন জুটি (লিটন ও মুশফিকুর রহিম) কোনও রান করতে পারেনি।
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে স্কোয়াডে পরিবর্তন আনে বাংলাদেশ। সৌম্য সরকারের বিদায়ে ওপেন করার সুযোগ হয় নাজমুল হোসেন শান্তের। সেই ম্যাচে উদ্বোধনী জুটি (লিটন ও শান্ত) কিছুটা সফল (৪৯ রান)। যদিও সর্বশেষ ম্যাচে আফগানদের বিপক্ষে একই ওপেনিং জুটি তুলেছে মাত্র নয় রান।
এই সিরিজে ফাইনালের আগে খেলা চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে বাংলাদেশ। সবচেয়ে বেশি স্বস্তি দিয়েছে আফগানদের বিপক্ষে জয় পাওয়া শেষ ম্যাচটি।
সাইফউদ্দিন বলেন, 'যেহেতু আমরা ওদের বিপক্ষে চট্টগ্রামে টেস্ট হেরেছি এবং মিরপুরে টি-টোয়েন্টি হেরেছি, আমাদের কম্বিনেশনের জন্য এবং আত্মবিশ্বাসের জন্য জয়টি দরকার ছিল। আমি মনে করি ম্যাচটি জেতায় আমাদের সুবিধা হয়েছে।'