ইকোনমি রেট নিয়ে দুশ্চিন্তা কমেছে সাইফউদ্দিনের

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ইকোনমি রেট নিয়ে স্বস্তিতে ছিলেন না বাংলাদেশের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে চলমান ত্রিদেশীয় সিরিজে এই দুশ্চিন্তা কিছুটা কমেছে ডানহাতি এই পেসারের।
ত্রিদেশীয় সিরিজের চট্টগ্রাম পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই নিজের সন্তুষ্টির কথা সাংবাদিকদের জানান ২২ বছর বয়সী এই অলরাউন্ডার।

সাইফউদ্দিন বলেন, 'আমার ইকোনমি তেমন একটা ভালো ছিল না। আমি ম্যাচ খেলার আগে চিন্তা এসেছে যে আমার ইকোনমি ১২ এর মতো ছিল। চেষ্টা ছিল এই সিরিজে আমার ইকোনমি রেট আরেকটু নিচে আনার বা ভালো কোনো জায়গায় নেয়ার।
আমার সামনে লম্বা ক্যারিয়ার। তারপরেও এই সময়ে চেষ্টা করেছি উইকেট নেয়ার পাশাপাশি আমার ইকোনমি আটের নিচে আনার। আলহামদুল্লিয়াহ মোটামুটি ভালো হয়েছে।'
লাল সবুজের পোশাকে ১৩টি টি-টোয়েন্টি খেলা সাইফউদ্দিনের বর্তমান ইকোনমি রেট ৮.৯৭। আটের নিচে না আসলেও কিছুটা স্বস্তিদায়ক পর্যায়ে এসেছে তা।
চলমান সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ২৬ রান খরচায় এক উইকেট নেন সাইফউদ্দিন। এরপর আফগানিস্তানের সাথে ৩৩ রান খরচায় নেন চার উইকেট। তারপর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে ১৪ রান খরচায় নেন এক উইকেট। আফগানদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২৩ রান খরচায় এক উইকেট পেয়েছেন তিনি।