promotional_ad

ফাইনালের চাপ নিচ্ছেন না মোসাদ্দেক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আফগানিস্তানের বিপক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ফাইনালের লড়াইয়ের মাঠে নামার আগে কোনো প্রকার চাপ মাথায় নিতে চান না বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। 


শনিবার নিয়ম রক্ষার ম্যাচে রশিদ খানদের হারিয়ে ফাইনালের প্রস্তুতি ভালোভাবে নিয়েছে সাকিববাহিনী। এই জয়ের মাধ্যমে ২০১৪ সালের পর টি-টোয়েন্টিতে আফগানদের প্রথমবারের মতো হারালো বাংলাদেশ। এবার ফাইনালেও একই ফলাফল বজায় রাখতে চায় তারা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মোসাদ্দেক জানিয়েছেন এমনটাই।  


চাপমুক্ত খেলা খেলার কথা জানিয়ে তিনি বলেন, 



promotional_ad

আসলে ফাইনাল কিন্তু ফাইনালই। যদি আপনি পাঁচটি ম্যাচও জেতেন এটি ফাইনাল। ফাইনালে যেকোনো কিছুই হতে পারে। আমি মনে করি যে এদিক থেকে আমরা একটু আত্মবিশ্বাসী যে একটি ম্যাচ বেশি জেতা আছে। আমি সেদিক থেকে মনে করি যে এখন যে ওয়েতে আমরা খেলছি আমাদের এখানেই থাকা উচিত। এর বাইরে কিছু চিন্তা না করাই ভালো।'


ফাইনালের আগে অবশ্য বাংলাদেশকে ভাবাচ্ছে জরাজীর্ণ ব্যাটিং। প্রায় প্রতি ম্যাচেই টপ অর্ডারের ব্যর্থতায় বিপদে পড়তে হচ্ছে দলকে। যদিও এই ব্যাপারটিকে খুব একটা বড় করে দেখতে চান না মোসাদ্দেক। তাঁর বিশ্বাস ফাইনালে সকলেই নিজেদের সামর্থ্যের জানান দিতে পারবেন।


তাঁর ভাষ্যমতে, 'টি-টোয়েন্টিতে সবাই প্রতিদিন ভালো খেলবে না এবং চার পাঁচ জন ভালো খেলবে না। হয়তো দুই তিন জন ভালো খেলবে। দুই তিন জন ভালো খেললেই কিন্তু একটি ম্যাচ জেতা যায়। আমি মনে করি সবার অবদান রাখা উচিত। একই সঙ্গে হয়তো চাইলেই সবসময় ভালো খেলা যায় না। যারা ভালো খেলছে তাদের ধরে রাখা উচিত এবং যারা দুই এক ম্যাচে রান করেনি তারা অবশ্যই ফাইনালে ভালো করবে ইনশাল্লাহ।'   


আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে দারুণ ব্যাটিং করেছেন মোসাদ্দেক। ১২ বলে অপরাজিত ১৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। 



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball