সৌম্য, লিটনদের ছন্দে ফেরার উপায় জানালেন আফতাব

ছবি: ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রতিভা থাকা সত্ত্বেও তা সঠিকভাবে কাজে লাগাতে ব্যর্থ হচ্ছেন সৌম্য সরকার, লিটন দাসদের মতো খেলোয়াড়েরা। জাতীয় দলে প্রতিনিয়ত সুযোগ পাওয়ার পরও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না তারা।
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও যথারীতি সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি তারা। অথচ এই সৌম্য কিংবা লিটনরাই ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটান। নিজেদের প্রমাণ করেই একটা সময় জাতীয় দলে জায়গা করে নেন তারা। তাই প্রতিভার যে অভাব নেই তাদের তা বলাই বাহুল্য।

জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আফতাব আহমেদেরও সন্দেহ নেই সৌম্য, লিটনদের প্রতিভার ব্যাপারে। তাদের ছন্দে ফেরার পথও বাৎলে দিয়েছেন তিনি। খারাপ পারফরম্যান্স করলে এ দল কিংবা এইচপি দলে পারফর্ম করে জাতীয় দলে আসা উচিত বলে মনে করেন সাবেক এই হার্ডহিটার ব্যাটসম্যান।
আফতাব বলেন, 'সন্দেহ নেই লিটন কুমার এবং সৌম্য প্রতিভাবান ব্যাটসম্যান। তারা কখনো মনে করেনি তাদের পারফর্ম করে জাতীয় দলে আসতে হবে। যেহেতু আমাদের অল্প কয়েকজন খেলোয়াড় আছে, আমরা তাদেরকে নিয়ে কাজ করছি। আমি মনে করি, তারা প্রতিভাবান খেলোয়াড়। যখন তারা ভালো পারফর্ম করবে না তখন তাদেরকে এ দল কিংবা এইচপি দলে খেলানো উচিত।'
খারাপ পারফরম্যান্সের কারণে কোনো খেলোয়াড়কে পুরোপুরি বাদ দেয়ার পক্ষপাতী নন আফতাব। এমনটা হলে প্রতিভা বিকশিত হবে না বলে মনে করেন তিনি। আফতাবের ভাষ্যমতে, 'খারাপ পারফরম্যান্সের কারণে তাদেরকে বাদ দেয়া এবং পরিবর্তে অন্য কাউকে নেয়া উচিত হবে না। এমনটা হলে আসলে কোনো কিছুই হবে না। আমি বলবো তাদেরকে এ দলের হয়ে বিভিন্ন সফরগুলোতে পাঠানো হোক যেন তারা নিজেদেরকে আরো পাকাপোক্ত করতে পারে। এরপর তাদেরকে আবারো সুযোগ দেয়া উচিত।
চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে চার ম্যাচে যথাক্রমে ১৯.০.৩৮ এবং ৪ রান করেছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস। আর সৌম্য ছিলেন আরো নিস্প্রভ। দুই ম্যাচে ৪ এবং ০ রান করেন তিনি। এই পারফরম্যান্সের পর সিরিজ থেকে বাদ পড়তে হয়েছে তাঁকে।