অলরাউন্ডার হতেই এসেছেন আফিফ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টোয়েন্টি ক্রিকেটের মূল মন্ত্রই হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট। ব্যাটে-বলে আক্রমণাত্মক মেজাজের এমনই একজন ক্রিকেটার আফিফ হোসেন। এরই মধ্যে ব্যাটে-বলে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তরুণ এই অলরাউন্ডার।
১৯ বছর বয়সী এই ক্রিকেটার শনিবার চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে এক ওভারে ২ উইকেট শিকার করে ম্যাচের চিত্রই বদলে দিয়েছেন। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ২৬ বলে ৫২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়েছিলেন আফিফ।

বোলিংয়ের সুযোগ পাননি সেই ম্যাচে। এবার সুযোগ পেয়েই নিজেকে মেলে ধরেছেন আফিফ। ৯ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭৫ রান তুলে ফেলেছিল আফগানরা। দুই ওপেনারই তখন হাত খুলে খেলা শুরু করেছিলেন।
এমন চাপের মুখে বোলিং করতে এসেই আলো ছড়িয়েছেন আফিফ। আফগানদের দলীয় ৭৫ রানে হজরতউল্লাহ জাজাইকে মুস্তাফিজের ক্যাচ বানিয়ে আউট করেন আফিফ।
আফিফের করা বলটি সুইপের চেষ্টা করেছিলেন জাজাই। বলটি টপ এজ হয়ে মুস্তাফিজের তালুবন্দী হয়। এর এক বল পরই আসগর আফগানকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান আফিফ। দুই উইকেট তুলে নেয়ার এই ওভারে কোনো রানই খরচা করেননি বাংলাদেশ অলরাউন্ডার।
বল হাতে আফিফের জ্বলে ওঠার উদাহরণ জাতীয় দলে প্রথমবারের মতো হলেও এমন কাজ তিনি আগেও করে দেখিয়েছেন। ২০১৬ সালে রাজশাহী কিংসের হয়ে নিজের বিপিএল অভিষেকেই ৫ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। অবশ্য এমন নজরকাড়া পারফরম্যান্স থাকলেও জাতীয় দলে তাকে নেয়া হয়েছে ব্যাটসম্যান হিসেবেই।
যদিও আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে আফিফ জানিয়ে দিয়েছেন, বল হাতেও দলের জন্য নিয়মিত অবদান রাখতে তৈরি তিনি। অন্তত তিন ওভার বোলিং করে ৯ রান দিয়ে ২ উইকেট নেয়া আফিফের পারফরম্যান্স সেটাই বলে।