ফর্মে ছিলাম না, মনেই হয়নিঃ সাকিব
ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে ফর্মের তুঙ্গে থাকা সাকিব আল হাসান কিছুটা নিস্প্রম্ভ ছিলেন গত কয়েকমাস। ব্যাট হাতে রান করতে পারছিলেন না তিনি। অবশেষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭০* রানের অসাধারণ এক ইনিংস খেলে দল জেতালেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় আড়াই মাস পর হাফ সেঞ্চুরি পাওয়া সাকিবের মনেই হয়নি যে ব্যাট হাতে তিনি অফফর্মে আছেন!
ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে সাকিব বলেন, 'কাউকে পুরো ইনিংস ব্যাটিং করতে হতো। ভাগ্যবশত আজ আমি সেটা করতে পেরেছি। আমি ফর্মের বাইরে গেছি এটা একবারও মনে হয়নি। ভালোই ব্যাটিং করেছি।'

বিশ্বকাপের পর খেলা একমাত্র টেস্টে সাকিব করেন ১১ ও ৪৪। এরপর চলমান সিরিজের প্রথম তিন ম্যাচে করেন যথাক্রমে ১, ১৫ ও ১০ রান। অথচ বিশ্বকাপে ব্যাট হাতে আট ইনিংসে তিনি করেছিলেন ৬০৬ রান।
এ দিকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালেও প্রতিপক্ষ হিসেবে আফগানদের পাচ্ছে বাংলাদেশ। পুরো আসরে বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ফাইনালে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন সাকিব। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ের বিবেচনায় দলীয় এই পারফরম্যান্সকে সেরা বলছেন তিনি।
সাকিব আরও বলেন, 'টি-টোয়েন্টিতে শেষ কয়েকমাসের পারফরম্যান্সের দিকে যদি তাকান, তাহলে বলতেই হবে এটা বড় জয়। টি-টোয়েন্টিতে আমরা পর্যাপ্ত ভালো ছিলাম না। এটা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। এমন উইকেটে বোলাররা ভালো বল করেছে।
পুরো আসরে বোলাররা ভালো বল করেছে, ফিল্ডাররাও তাদের সাহায্য করেছে। ব্যাটসম্যানরা সেভাবে পারফর্ম করতে পারেনি। ফাইনালে যাওয়ার আগে এটাই আমাদের অনুপ্রেরণা।'