রশিদকে নিয়ে শঙ্কায় আফগানিস্তান

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে মোহাম্মদ নবির করা পঞ্চম বলটি কাট করে রানের জন্য দৌড়াচ্ছিলেন মুশফিকুর রহিম। মিড উইকেটে ফিল্ডিং করা রশিদ খান বলের পেছনে পেছনে দৌঁড় দেন।
তবে কিছু দূর দৌঁড়ে মাঠের মধ্যেই পড়ে যান তিনি। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালে ব্যথা অনুভব করায় মাঠের বাইরে চলে যান রশিদ। এরপর ১২তম ওভারের আগেই মাঠে ফেরেন আফগান অধিনায়ক। তবে স্বাচ্ছন্দ্যে ছিলেন না তিনি।

জানা গেছে, চোট কাটিয়ে উঠতে অন্তত তিন দিন লাগবে তাঁর। ম্যাচ শেষে আফগানিস্তান দলের ম্যানেজার রহমতজাই জানিয়েছেন, ফাইনালে রশিদ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমি বলতে পারছি না ফাইনালে সে খেলবে কিনা। অনিশ্চয়তা আছে। তাকে ফিজিও দেখছেন।'
চোটে পড়ার পর অল্প রান আপে বোলিং করেছেন রশিদ। বাংলাদেশ দলের দুই ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং আফিফ হোসেনকে সাজঘরে ফিরিয়েছেন তিনি। তিন ওভার বোলিং করে ২২ রান দিয়েছেন আফগান অধিনায়ক।