আফগানদের অল্প রানে বেধে রাখলো বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আফগানিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রহমতউল্লাহ গুরবাজকে শর্ট ফাইন লেগে জীবন দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। হতাশার এই শুরুর পর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের ইনিংস নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানে বেধে রেখেছে সাকিব আল হাসানের দল। যদিও শুরুটা প্রত্যাশা মতো হয়নি। শুরু থেকেই খুঁটি গেঁড়ে বসেছিলেন দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই এবং রহমতউল্লাহ গুরবাজ।
এই দুজনে ওপেনিংয়ে যোগ করেছেন ৭৫ রান। প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে দশম ওভার পর্যন্ত। নিজের প্রথম ওভার করত এসে ৪৭ রান করা জাজাইকে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরানোর পর আজগর আফগানকে এর দুই বল পর তুলে নেন আফিফ হোসেন।

পরের ওভারে ২৯ রান করা আরেক ওপেনার রহমানউল্লাহকে বিদায় করেন মুস্তাফিজ। এরপর নিয়মিতই উইকেটের দেখা পেয়েছেন টাইগার বোলাররা। মাত্র ৪ রান করা মোহাম্মদ নবিকে এলবিডব্লিউ বানিয়ে আউট করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
অলরাউন্ডার গুলবাদিন নাইব ১ রান করে রান আউট হয়ে ফিরেছেন। দারুণ শুরু করা নাজিবউল্লাহ জাদরান বোল্ড হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিনের বলে। শফিউলকে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ৩ রান করা করিম জানাত।
শেষদিকে রশিদ খান (১১) এবং শফিকুল্লাহ শফিক (২৩) রান করে অপরাজিত থেকে আফগানদের ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানের পুঁজি এনে দেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ১৩৮/৭ (২০ ওভার) (জাজাই ৪৭, গুরবাজ ২৯; আফিফ ২/৯, সাকিব ১/২৪)