ভারতের সিরিজ জয়ের মিশন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রবিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ভারত। এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত জিতবে বিরাট কোহলির দল। কিন্তু প্রোটিয়ারা জিতলে ড্রয়ে শেষ হবে সিরিজ।
বেঙ্গালুরুর এম চিন্দাবরাম আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়।
ফলে তিন ম্যাচের সিরিজ নেমে আসে দুই ম্যাচে। মোহালিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের বড় জয় পায় ভারত। ম্যাচটিতে অধিনায়ক বিরাট কোহলি ৫২ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন।

মূলত ভারতের বড় জয়ের ভীত গড়ে দিয়েছেন কোহলিই। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে চায় ভারত।
অন্যদিকে প্রোটিয়াদের লক্ষ্য শেষ ম্যাচ জিতে সমতায় সিরিজ শেষ করা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে পারেননি প্রোটিয়া ব্যাটসম্যানরা।
অধিনায়ক কুইন্টন ডি কক এবং টেম্বা বাভুমা ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ফলে এই ম্যাচে নিজেদের ব্যাটিং সামর্থ্য দেখাতে চাইবে দক্ষিণ আফ্রিকা।
ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পান্ত, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার এবং খলিল আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ (সম্ভাব্য): কুইন্টন ডি কক (অধিনায়ক/উইকেটরক্ষক), রিজা হেন্ডরিক্স, রসি ভ্যান ডার, ডেভিড মিলার, ডুয়াইন প্রিটোরিয়াস, টেম্বা বাভুমা, আন্দিলে ফেহলুকায়ো, জর্জ লিন্ডে, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি এবং এনরিক নৎজে।