৮ বলে ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। ইতোমধ্যে দুই দলের ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষা মাত্র। আর এই ম্যাচে টস জিতে সফরকারী আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক সাকিব আল হাসান।
আফিফের জোড়া আঘাতঃ শুরুতে ক্যাচ ছাড়ার পর আফগানিস্তানের দুই ওপেনার অনেক ভুগিয়েছেন বাংলাদেশের বোলারদের। পাওয়ার প্লে'তে দুজন মিলে ৩৬ রান যোগ করার পর হাত খুলতে শুরু করেন। পরের তিন ওভারে ৩৩ রান যোগ করেন জাজাই এবং রহমত। তবে এই দুজনের জুটিতে বাঁধা হয়ে দাঁড়ান আফিফ হোসেন।

প্রথমে জাজাইকে ৪৭ রানে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরানোর পর আজগর আফগানকে এর দুই বল পর তুলে নেন তিনি। এরপরের ওভারে ২৯ রান করা আরেক ওপেনার রহমানউল্লাহকে বিদায় করেন মুস্তাফিজ। শেষ ৮ বলে ৫ রানের মধ্যে ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন তারা।
সুযোগ হাতছাড়াঃ টসে হেরে ব্যাটিং করতে নামা আফগানিস্তানের ওপেনারদের প্রথম ওভার থেকেই চাপে রাখার চেষ্টা করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসা শফিউল ইসলামও সেই চাপ ধরে রাখতে গিয়ে উইকেটের সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু শর্ট ফাইন লেগ থেকে একটু পিছিয়ে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন। ২ রানে ক্রিজে থাকা ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে জীবন দেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
সংক্ষিপ্ত স্কোরঃ ৮৩/৩ (১১ ওভার)