ভারতকে বড় লক্ষ্য দিতে পারলেন না সাইফরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বৃষ্টির কবলে পড়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ। ওভার কমিয়ে ৩৬ ওভারে ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত ওভার ব্যাটিং করে ভারতের সামনে ১৫০ রানের লক্ষ্য দেয় সাইফ হাসানের দল।
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ। ইনিংসের শুরুটা ভালোই করেন দুই ওপেনার সাইফ এবং মেহেদী। উদ্বোধনী জুটিতে ৫২ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান।
৩৬ বলে ২৫ রানের ইনিংস খেলে ভারতীয় বোলার হৃত্তিক শোকেনের হাতেই ক্যাচ তুলে দেন মেহেদী। প্রথম উইকেটের পতন ঘরে বাংলাদেশের। তিনে নামা ব্যাটসম্যান ফারদিন হোসেনের সঙ্গে ৭৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের আভাস দেন কাপ্তান সাইফ।

এর মাঝে নিজে তুলে নেন ৬৭ বলে হাফ সেঞ্চুরি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি সাইফ। ৯২ বলে ৬৪ রানে থামতে হয় তাঁকে। ৪ চার এবং এক ছক্কায় নিজের ইনিংসকে সাজিয়েছেন তিনি।
সাইফের বিদায়ের পর হাফ সেঞ্চুরির দিকে হাঁটতে থাকেন ফারদিন। ইনিংসের ৩৫তম ওভার এবং ফারদিন চল্লিশের ঘরে পা রাখলেই বৃষ্টি হানা দেয়। বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকে। পরবর্তীতে বৃষ্টি থামলে ৩৬ ওভারের ম্যাচ হবে বলে ঘোষণা দেন আম্পায়াররা।
নির্ধারিত ৩৬ ওভার ব্যাটিং করে দুই উইকেটের বিনিময়ে ১৪৯ রান সংগ্রহ করে সফরকারীরা। ফারদিন ৪৭ রানে এবং ইয়াসির আলী ৭ রানে অপরাজিত ছিলেন।
ভারত অনূর্ধ্ব- ২৩ দলের হয়ে দুটি উইকেটই নিয়েছেন হৃত্তিক। ৮ ওভার বোলিং করে ৩৯ রান খরচ করেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ঃ ১৪৯/২, ওভার- ৩৬/৩৬
সাইফ ৬৪, ফারদিন ৪৭*; হৃত্তিক ২/৩৯