ভারত দলে ধোনিকে চান না গাভাস্কার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মহেন্দ্র সিং ধোনিকে রাখতে নারাজ ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ধোনির পরিবর্তে তরুণ ঋষভ পান্তকে দলে চান এই কিংবদন্তি।
তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান পান্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারছেন না বলে বিতর্ক উঠছে প্রতিনিয়ত। তবু গাভাস্কার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাঁহাতি এই ব্যাটসম্যানকে এগিয়ে রাখছেন।

আর এই জন্য পান্তকে এখন থেকেই প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন গাভাস্কার, 'আমাদের ভবিষ্যতের দিকে তাকানো উচিত। মহেন্দ্র সিং ধোনি অন্তত আমার দলে জায়গা পাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রাখলে, আমি অবশ্যই ঋষভ পান্তের কথা ভাবব।'
এদিকে পান্তকে সতর্ক করেছেন ভারতীয় সাবেক তারকা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ও। নিজের খেলার প্রতি আরও মনযোগী হতে পরামর্শ দিয়েছেন তিনি।
'ঋষভকে অনেক সতর্ক থাকতে হবে। সবাই জানে টি-টোয়েন্টি ওর প্রিয় ফরম্যাট। কিন্তু সেখানেও রান করতে পারছে না ও। ঋষভ কিন্তু ম্যাচ জেতানো ক্রিকেটার। তবুও হয়তো ঠিক ছন্দে নেই ও। ঋষভ শট নির্বাচনে ভুল করছে। শেষ ম্যাচেও ওকে ভুল করতে দেখেছি। এই পারফরম্যান্সে ভারতীয় দলের কোচও হয়তো সন্তুষ্ট নন। যে ধরনের মন্তব্য তাদের থেকে পাওয়া গিয়েছে তা কিন্তু উদ্বেগে রাখবে ঋষভকে।’
২০১৭ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হওয়া পান্ত এখন পর্যন্ত ১৯টি ম্যাচ খেলেছেন। যেখানে দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। ব্যাটিং গড় মাত্র ২০.৭।