ব্যর্থতাই ভয়ঙ্কর করবে ওয়ার্নারকেঃ ল্যাবুশেন

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
এবারের অ্যাশেজে নিজেকে একেবারেই মেলে ধরতে পারেননি ডেভিড ওয়ার্নার। অবশ্য অজি ওপেনারের এই ব্যর্থতা তাঁকে আরও ভালো করতে অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস মারনাস ল্যাবুশেনের।
অ্যাশেজে দশ ইনিংসে ওয়ার্নার করেন মাত্র ৯৫ রান। এরমধ্যে হেডিংলি টেস্টের একটি ইনিংসেই তিনি করেন ৬১ রান। অর্থাৎ, পুরো আসরেই রান করতে ভুগেছেন ওয়ার্নার।

অবশ্য রান করতে না পারলেও এবার যারা প্রথমবারের মতো অ্যাশেজ খেলতে গিয়েছেন তাদের সাহায্য করেছেন ওয়ার্নার। ম্যাচের অবস্থা বোঝা থেকে শুরু করে ব্যাটিং টেকনিক নিয়েও আলোচনা করেছেন তিনি।
'এই প্রথমবার ওয়ার্নারকে জানার সুযোগ হল। তার সঙ্গে সময় ব্যয় করে ভালো লাগছে। সে যেভাবে চেয়েছে সেভাবে রান করতে পারেনি। তবে আমিসহ দলের নতুন ক্রিকেটারদের যথেষ্ট সাহায্য করেছে। সে ম্যাচের বিভিন্ন অবস্থা নিয়ে বলেছে, এমনকি ব্যাটিং নিয়েও বলেছে।
তার অবদান ভোলার মতো না। ব্যক্তিগতভাবে সিরিজটি তার খারাপ গিয়েছে। তবে আমরা কেউই জানি না, হয়তো এই ব্যর্থতা তাকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করবে। সে যেভাবে দলের সঙ্গে জড়িয়ে ছিল, তা অসাধারণ।'; সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন ল্যাবুশেন।
অ্যাশেজে ওয়ার্নার ব্যর্থ হলেও ব্যর্থ ছিলেন না ল্যাবুশেন। সাত ইনিংসে ৫০.৪২ গড়ে করেন ৩৫৩ রান। হাফ সেঞ্চুরি ছিল চারটি।