বাংলাদেশে ২০০৫ সাল, মাসাকাদজার তিক্ত অভিজ্ঞতা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশকে হ্যামিল্টন মাসাকাদজার দ্বিতীয় ঘর বলাই যায়। এখানে অনেক অম্ল-মধুর স্মৃতি রয়েছে জিম্বাবুয়ের অধিনায়কের। ২০০৫ সালে বাংলাদেশে একটি তেতো অভিজ্ঞতার সাক্ষী ছিলেন তিনি। প্রথম দেশ হিসেবে বাংলাদেশে টেস্ট সিরিজ হারে জিম্বাবুয়ে, যা এখনো ভোলেননি মাসাকাদজা।
টেস্ট ক্রিকেটে তখনো নবীন দল বাংলাদেশ। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া বাংলাদেশের বিপক্ষে ১৯৯২ সাল থেকে টেস্ট খেলা জিম্বাবুয়ের সিরিজ হারা অম্লের মতোই ছিল মাসাকাদজার কাছে।

ঢাকা এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচই হেরে বসে জিম্বাবুয়ে। বাংলাদেশ পায় প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ। এরপর ঢাকায় খেলা ম্যাচটি ড্র হলে ১-০ ব্যবধানে সিরিজও জিতে বাংলাদেশ।
শুক্রবার সংবাদ সম্মেলনে মাসাকাদজা বলেছেন, 'আমার বাংলাদেশে তিক্ত অভিজ্ঞতা হয়েছে ২০০৫ সালে। প্রথম দল হিসেবে এখানে টেস্ট সিরিজ হেরে যাওয়ার ঘটনা। বাংলাদেশ তখনও দল হিসেবে ধুঁকছিল, আমরা তখন সিরিজ হেরে গিয়েছিলাম।'
এদিন ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন মাসাকাদজা। বাংলাদেশে বিদায় নেবেন আগেই ঘোষণা দেয়া ছিল তাঁর। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে মাসাকাদজার বিদায় রাঙ্গিয়েছে জিম্বাবুয়ে।
দলের অধিনায়ক নিজেও এ ম্যাচে ছিলেন উজ্জ্বল। দলের জয়ে বড় অবদান ছিল তাঁর। ৪ চার এবং ৫ ছক্কায় ৪২ বলে ৭১ রানের নান্দনিক ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটসম্যান।