জয় দিয়ে বিদায় রাঙালেন মাসাকাদজা

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জয় দিয়েই বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বিদায়ী ম্যাচে মাত্র ৪২ বল ৭১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি।
এর ওপর ভিত্তি করেই আফগানিস্তানকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। আফগানিস্তানের দেয়া ১৫৬ রানের লক্ষ্যে খেলতে নামা জিম্বাবুয়েকে দারুণ শুরু এনে দেন মাসাকাদজা এবং ব্রেন্ডন টেলর।
ওপেনিংয়ে এই দুজনে যোগ করেন ৪০ রান। টেলর ১৯ রান করে মুজিব উর রহমানের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন নাজিবুল্লা জাদরানের হাতে।দ্বিতীয় উইকেটে রেগিস চাকাভাকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন মাসাকাদজা।
মূলত এই জুটিতেই জয় অনেকটা নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ের। মাসাকাদজা ৭১ রানের ইনিংস খেলে বিদায় নিলে একপ্রান্ত আগলে রেখে খেলেছেন চাকাভা। তিনি শেষ দিকে ৩৯ রান করে মুজিবের দ্বিতীয় শিকার হয়েছেন।

বাকি সময়টা দেখে শুনে খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শেন উইলিয়ামস এবং টিনোটেন্ডা মু্তোম্বজি। উইলিয়ামস ২১ এবং ১ রান করে মুতোম্বজি শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।
এর আগে টস জয়ী আফগানদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমতউল্লাহ গুরবাজ এবং হজরতউল্লাহ জাজাই। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৫৮ বলে তাঁরা যোগ করেন ৮৩ রান।
৩১ রান করা জাজাইকে মুতুম্বামির ক্যাচ বানিয়ে ফেরান টিনোটেন্ডা মুতোম্বজি। ওয়ান ডাউন ব্যাটসম্যান শফিকুল্লাহ শফিক দারুণ শুরু করলেও তাঁর ইনিংস বেশি বড় হতে দেননি জিম্বাবুয়ের পেসার ক্রিস্টোফার এমপফু।
১৬ রান করা শফিককে তিনি এলবিডব্লিউ বানিয়ে আউট করেছেন। আফগান ওপেনার জাজাই মাত্র ৪০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও ৬১ রানে তাঁকে বোল্ড করে ফেরান শেন উইলিয়ামস।
মূলত দুই ওপেনার সাজঘরে ফেরার পরই ছন্দ হারায় আফগানরা। শেষ পর্যন্ত আর কেউ বড় ইনিংস খেলতে না পারলে নির্ধারিত ২০ ওভারে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান।
জিম্বাবুয়ের হয়ে ৩০ রান দিয়ে একাই ৪ উইকেট দখল করেছেন এমপফু। তাছড়া একটি করে উইকেট নিয়েছেন কাইল জার্ভিস, শেন উইলিয়ামস। ২টি উইকেট পেয়েছেন মুতোম্বজি।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ১৫৫/৬ (২০ ওভার) (গুরবাজ ৬১, জাজাই ৩১; এমপফু ৪/৩০)
জিম্বাবুয়েঃ ১৫৬/৩ (১.৩ ওভার) (মাসাকাদজা ৭১, চাকাভা ৩৯, উইলিয়ামস ২১*; মুজিব ২/২৮)