আফগানদের নাগ??লেই রাখলো জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত অপরাজিত আফগানিস্তান। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের বিপক্ষে খেলছে রশিদ খানের দল। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে দলটি।
ফলে বলাই যায় নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানদের নিয়ন্ত্রণেই রেখেছে হ্যামিল্টন মাসাকাদজার দল। টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমতউল্লাহ গুরবাজ এবং হজরতউল্লাহ জাজাই। দুজনে ওপেনিংয়ে যোগ করেছেন ৮৩ রান।
৩১ রান করা জাজাইকে মুতুম্বামির ক্যাচ বানিয়ে ফেরান টিনোটেন্ডা মুতোম্বজি। ওয়ান ডাউন ব্যাটসম্যান শফিকুল্লাহ শফিক দারুণ শুরু করলেও তাঁর ইনিংস বেশি বড় হতে দেননি জিম্বাবুয়ের পেসার ক্রিস্টোফার এমপফু।

১৬ রান করা শফিককে তিনি এলবিডব্লিউ বানিয়ে আউট করেছেন। আফগান ওপেনার জাজাই মাত্র ৪০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিলেও ৬১ রানে তাঁকে বোল্ড করে ফেরান শেন উইলিয়ামস।
এরপর মোহাম্মদ নবি (৪) এবং নাজিবুল্লাহ জাদরান (৫) দ্রুত ফিরলে ব্যাটিং বিপর্যয় পড়ে আফগানরা। সেই বিপর্যয় সামাল দিতে ব্যর্থ হয়েছেন গুলবাদিন নাইব। তাঁর ব্যাট থেকে এসেছে ১০ রান।
শেষদিকে ফজল নিয়াজাই ১২ এবং আসগর আফগান রানের খাতা খোলার আগেই ফিরলে বড় সংগ্রহ গড়তে পারেনি আফগানিস্তান। শেষ পর্যন্ত রশিদ খান রান নিয় অপরাজিত ছিলেন।
জিম্বাবুয়ের হয়ে ৩০ রান দিয়ে একাই ৪ উইকেট দখল করেছেন এমপফু। তাছড়া একটি করে উইকেট নিয়েছেন কাইল জার্ভিস, শেন উইলিয়ামস। ২টি উইকেট পেয়েছন মুতোম্বজি।
সংক্ষিপ্ত স্কোরঃ
আফগানিস্তানঃ ১৫৫/৬ (২০ ওভার) (গুরবাজ ৬১, জাজাই ৩১; এমপফু ৪/৩০)