promotional_ad

বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতিতে নিউজিল্যান্ড

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি বাংলাদেশের বিপক্ষে সারতে চায় নিউজিল্যান্ড। আকবর আলীদের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ফলাফল প্রত্যাশা করছে কিউই যুব দল, জানিয়েছেন দলটির প্রধান কোচ পল ওয়াইজম্যান।


ঘরের মাঠে অনুষ্ঠেয় আসন্ন এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড যুব দল। আন্তর্জাতিক পর্যায়ের আবহাওয়ার সঙ্গে বেশি ক্রিকেটারকে পরিচয় করিয়ে দিতে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে তারা।



promotional_ad

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজটি উত্তেজনাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন কিউই যুবাদের প্রধান কোচ। আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে সিরিজটি নিউজিল্যান্ডের কাছে বেশ গুরুত্ব পাচ্ছে।


শুক্রবার স্কোয়াড ঘোষণার সময় ওয়াইজম্যান বলেন, 'অনূর্ধ্ব-১৯ প্রোগ্রামটি ক্রিকেটারদের গড়ে ওঠার মঞ্চ। তাই আমরা যত বেশি সম্ভব ক্রিকেটারকে আন্তর্জাতিক পর্যায়ের স্বাদ দিতে মুখিয়ে আছি। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। বিশেষ করে প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটের স্বাদ পাওয়ার সুযোগ রয়েছে।'


'আমাদের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা বড় একটি মৌসুমের অপেক্ষায় আছে। আগামী বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসির অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে যেতে চায় তারা।' যোগ করেছেন প্রধান কোচ।



যদিও সিরিজের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে সিরিজটি শুরু হয়ে চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball