promotional_ad

ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু সাইফদের

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ৩৪ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল (ইমার্জিং দল)। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ১৯২ রান সংগ্রহ করেছে ভারত অনূর্ধ্ব-২৩ দল। জবাবে ৪৮.৪ ওভারে নয় উইকেটে ১৫৮ রান করেছে সফরকারীরা। 


মাঝারি রানের লক্ষ্যে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪৬ রানের মধ্যে পাঁচ উইকেট পড়ে যায় তাদের। টপ অর্ডারের তিন ব্যাটসম্যান সাইফ হাসান (১২), সাব্বির হোসেন (০) ও ইয়াসির আলি রাব্বি (৬) তিনজনই এ দিন ব্যর্থ। জুটি গড়তে ব্যর্থ হয়েছেন আল আমিন (৪) ও জাকির আলি অনিকও (৩)।


কেবল একপাশ আগলে রেখে ব্যাটিং করতে থাকেন জাকির হাসান। কিন্তু দুর্ভাগ্য তাঁর। ৬৭ বলে দুটি চার এবং একটি ছয়ে ৪৮ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি। জাকির আহত হলেও চেষ্টা চালিয়ে যান আরিফুল হক।


কিন্তু ৩৮ রানের বেশি করতে পারেননি তিনি। শেষদিকে মেহেদী হাসান ২০ এবং রবিউল হক ২১ রান করেন। নয় উইকেট পড়ে গেলে আহত জাকির আর ব্যাটিংয়ে নামতে পারেননি।


promotional_ad

ভারতের লক্ষ্ণৌতে এ দিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক সাইফ হাসান। শুরু থেকেই ভারতকে চেপে রাখে বাংলাদেশ।


ওপেনার ইয়াশভি জেসওয়ালকে শুন্য রানে বোল্ড করে শুভসূচনা করেন আবু হায়দার রনি। এরপর উইকেটরক্ষক বি আর সরথকে (৪২) ফেরান শফিকুল ইসলাম।


এরপরের তিনটি উইকেটই নেন মেহেদী হাসান। মাধব কৌশিক (২০), অধিনায়ক প্রিয়ম গার্গ (৪) ও ঋত্বিক রয়কে (১৮) ফিরিয়েছেন তিনি। ৯৯ রানের মধ্যে ভারতের পাঁচ উইকেট ফেলে দেয় বাংলাদেশ।
 
এরপর বল হাতে ঝলক দেখিয়েছেন অধিনায়ক সাইফ। শেঠ (১২) এবং শুভাং হেজকে (৯) প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি। ছয় নম্বরে নেমে ৬৯ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন আরিয়ান জুয়েল। শেষদিকে তাঁর উইকেটটি নিয়েছেন রবিউল হক।


বাংলাদেশের হয়ে মাত্র ২৯ রান খরচায় তিনটি উইকেট নেন মেহেদী। দুটি করে উইকেট শিকার করেন আবু হায়দার এবং সাইফ হাসান।


সংক্ষিপ্ত স্কোরঃ


ভারত অনূর্ধ্ব-২৩ দলঃ ১৯২/৯ (৫০ ওভার)


(জুয়েল ৬৯, সরথ ৪২; মেহেদী ৩/২৯)


বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলঃ ১৫৮/৯ (৪৮.৪ ওভার)


(জাকির ৪৮, আরিফুল ৩৮; জেসওয়াল ২/৩১) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball