কুলদিপের কোনো অভিযোগ নেই

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত দুটি টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে জায়গা হয়নি চায়নাম্যান কুলদিপ যাদবের। এতে ভেঙে পড়ার কোনো কারণ দেখছেন না এই স্পিনার। কুলদিপ জানিয়েছেন, দলে ডাক না পেলেও আত্মবিশ্বাসে একটুও চিড় ধরেনি। এমনকি এ ব্যাপারে কোনো অভিযোগও নেই তাঁর।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন কুলদিপ। বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত, যেখানে দলে জায়গা হয়নি কুলদিপের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়নি তাঁকে। জাতীয় দলের পরিবর্তে ভারত 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলছেন কুলদিপ।

লাল বলের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে এই ম্যাচগুলো তাঁকে সাহায্য করছে বলে মনে করছেন ভারতীয় এই স্পিনার। বলেছেন, 'এই পর্যন্ত সীমিত ওভারের ক্রিকেটে আমি ভালোই করেছি। সাদা বলে আমি স্বাচ্ছন্দ্য অনুভব করি। গত দুটি টি-টোয়েন্টি সিরিজের জন্য নির্বাচিত হইনি বলে আমি চিন্তিত নই।'
'নির্বাচকদের মনে হয়েছে আমার বিরতির প্রয়োজন। দল অনুভব করেছে কিছু পরিবর্তনের। আমি এই সিদ্ধান্তকে সম্মান করি এবং আমার এনিয়ে কোনো অভিযোগ নেই। টেস্ট ক্রিকেটে ভালো করার সুযোগ হিসেবে দেখছি এটাকে।' যোগ করেছেন কুলদিপ।
টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা স্পিনার কুলদিপ। আইসিসির টি-টোয়েন্টি বোলারের র্যাঙ্কিংয়ে অষ্টম অবস্থানে আছেন তিনি। ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সেরা স্পিনার এই চায়নাম্যান।
১৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই স্পিনারের নামের পাশে রয়েছে ৩৫ উইকেট। সীমিত ওভারের এই ফরম্যাটে ৬.৭২ ইকোনমি এবং ১২.৯৭ গড়ে বোলিং করেন ২৪ বছর বয়সী কুলদিপ।