ভি-অঞ্চলে নজর সিনিয়রদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তান। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দেখায় টাইগাররা জয় পেলেও, পরের চারটিতেই হারতে হয়েছে সাকিব-মুশফিকদের।
শনিবার চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ষষ্ঠবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম দেখায় রশিদ খানের দলের বিপক্ষে পাত্তা না পাওয়া সাকিববাহিনী ঘুরে দাঁড়াতে মরিয়া।

এই ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ আফগানিস্তানের স্পিনাররা। ৫ বারের দেখায় মোট ২০ উইকেট নিয়েছেন তারা। গেল ম্যাচেও বাংলাদেশকে ভুগিয়েছেন এই স্পিনাররাই।
তাই স্পিনের বিপক্ষে সফল হতে ভিন্ন পরিকল্পনা করছে বাংলাদেশ দল। যে পরিকল্পনার মূলে আছেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। লং অফ এবঙ্গ লং অন অঞ্চল দিয়ে রশিদ-নবিদের বিপক্ষে রান বের করার পরিকল্পনা করছেন ব্যাটসম্যানরা।
বিশেষ করে তিন সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসানকে এই পরিকল্পনার নায়ক হিসেবে রাখতে চাচ্ছেন ম্যাকেঞ্জি। শুক্রবারের অনুশীলন দেখে এমনই কিছু একটা ধারণা পাওয়া গেল।
জিম্বাবুয়ের বিপক্ষে গেল ম্যাচে এই পরিকল্পনাতেই সফল হয়েছিলেন অভিজ্ঞ মাহমুদল্লাহ। তার ব্যাট থেকে আসে ৬২ রান, বাংলাদেশ দল পুঁজি পায় প্রায় ১৮০'র কাছাকাছি। অধিনায়ক সাকিবও একই পরিকল্পনার অংশ ছিলেন। কিন্তু সোজা মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন এই ব্যাটসম্যান।
তাই আফগানিস্তান স্পিনারদের বিপক্ষে সুইপ, রিভার্স সুইপ, স্কুপ বা ইনসাইড আউট শট না খেলে সোজা বাউন্ডারির দিকে রান বের করার পরিকল্পনা সাজাচ্ছে টিম ম্যানেজম্যান্ট। এখন দেখার বিষয় শনিবারের ম্যাচে কতটুক সফল হতে পারে বাংলাদেশ।