promotional_ad

ইনজুরিমুক্ত থাকার চেষ্টায় শফিউল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নয় বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে কখনও জাতীয় দলে নিয়মিত হতে পারেননি শফিউল ইসলাম। দল থেকে একবারে ছিটকেও যাননি বাংলাদেশের এই পেসার। ছিলেন আসা-যাওয়ার মধ্যে। 


মূলত ইনজুরি আর অফ ফর্ম তাঁকে বারবার দল থেকে ছিটকে দিয়েছে। আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ দিয়ে দীর্ঘ দুই বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরলেন শফিউল। এই পেসার জানিয়ছেন, নিয়মিত ইনজুরিমুক্ত থাকার চেষ্টা করেন তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে শফিউল বলেছেন, 'চেষ্টা করি ইনজুরি ছাড়াই থাকার। যখনই ফিরি তখন চিন্তা করি দেশের জন্য যেন কিছু করতে পারি। ভালো কিছু দিতে পারি, নিজের সেরা পারফর্মটা করতে পারি। আর অবশ্যই ইনজুরিতে না পড়ার চেষ্টা করি।'


২০১০ সালে তিন সংস্করণেই অভিষেক হয় শফিউলের। নয় বছরের ক্যারিয়ার মাত্র ১১টি টেস্ট খেলেছেন শফিউল। তাঁর নামের পাশে ৫৯টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। তিনি টি-টোয়েন্টি খেলেছেন ১৩টি।


শফিউলের টানা খেলতে না পারার প্রধান কারণ ছিল চোট। এবার দলে ফেরার পর অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টসহ সবার সহযোগীতা পাচ্ছেন শফিউল।



এ প্রসঙ্গে শফিউলের ভাষ্য, 'অনেক দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা, ইনজুরি কাটিয়ে। সব মিলিয়ে আরকি। তো টিম ম্যানেজমেন্ট, সিনিয়র ক্রিকেটার, অধিনায়ক সবাই আমাকে বেশ সমর্থন করেছে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball