promotional_ad

স্নায়ুচাপ দূরে রাখছেন শফিউল

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে স্নায়ু চাপ কমাতে চান বাংলাদেশ দলের ডানহতি পেসার শফিউল ইসলাম। দীর্ঘ দুই বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে গত ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে ফেরেন ২৯ বছর বয়সী শফিউল। 


নিজের প্রত্যাবর্তনের ম্যাচে বল হাতে ৩৬ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। এবার আফগানদের বিপক্ষে খেলার জন্য প্রস্তুতি ১৩টি টি-টোয়েন্টি খেলা এই পেসার। জিম্বাবুয়ের চেয়ে রশিদ খানদের বিপক্ষে পারফর্ম করা নিঃসন্দেহে যে কঠিন হবে সেটি মানছেন শফিউলও। তবে চাপকে দূরে রেখে মাঠে নামাকে মূলমন্ত্র হিসেবে দেখছেন তিনি। 



promotional_ad

আফগানদের মুখোমুখি হওয়ার আগে গণমাধ্যমকে শফিউল বলেন, 'অনেকদিন পর খেলতে আসলে একটু দ্বিধা লাগে। এটা থেকে যত ফ্রি থাকা যায় ততোই ভালো। আমি চিন্তা করেছি যদি ধারাবাহিকভাবে মাঠে থাকতে পারি তাহলে ভালো পারফর্ম করতে পারবো। চাপও কম পড়বে। আমি এখন রিল্যাক্স থাকার চেষ্টা করছি।'


চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম দেখায় আফগানদের কাছে ২৫ রানে হারে বাংলাদেশ। এবার আবারো সেই আফগান পরীক্ষা দিতে হচ্ছে বাংলাদেশকে। শফিউলের বিশ্বাস শনিবারের ম্যাচে বোলাররা জ্বলে উঠতে পারলে ব্যাটসম্যানদের জন্য কাজটি সহজ হয়ে যাবে। 


এই প্রসঙ্গে শফিউল বলেন, 'অবশ্যই আমাদের পরিকল্পনা থাকে। আমরা যত ভালো করব, ব্যাটসম্যানদের জন্য সহজ হবে। আমরা যেন কম রানের মধ্যে ওদের আটকাতে পারি। পেস বোলারের যে দায়িত্ব, সেটা যেন পালন করতে পারি।'  



ত্রিদেশীয় সিরিজের ফাইনালে এরই মধ্যে পা রেখেছে স্বাগতিক বাংলাদেশ এবং সফরকারী আফগানিস্তান। আগামীকালের ম্যাচটি দুই দলের জন্যই নিজেদের ঝালাইয়ের ম্যাচ বলে বিবেচিত হচ্ছে। ফাইনালের লড়াইয়ে মাঠে নামার আগে এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস বাড়াতে চাইবে সাকিব আল হাসানদের দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball