স্বর্ণযুগে দলে আসা মাসাকাদজার বিবর্ণ বিদায়

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন, ঘোষণা দিয়েছেন আগেই। আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ডানহাতি এই ওপেনার।
২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মাসাকাদজা। অভিষেকেই রেকর্ড গড়েন, সে সময় সবচেয়ে ???ম বয়সে অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান ছিলেন তিনি। প্রতিভার ঝলক ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেটেই দেখিয়েছেন মাসাকাদজা।
সবচেয়ে কম বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে একমাত্র জিম্বাবুইয়ান কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটসম্যান। অ্যান্ডি ফ্লাওয়ার, গ্রান্ট ফ্লাওয়ারদের নিয়ে ইতিহাসের সেরা সময় কাটানো সেই জিম্বাবুয়ে দলে তরুণ প্রতিভা হিসেবে জায়গা করে নেন তিনি।

অধারাবাহিক পারফরম্যান্সে ধীরে ধীরে নিষ্প্রভ হতে থাকেন এই ক্রিকেটার। অভিষেকে সেঞ্চুরি পাওয়া মাসাকাদজা দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পান বাংলাদেশ বিপক্ষে ২০১১ সালে। যেটি ছিল তাঁর ক্যারিয়ারের ১৬তম টেস্ট।
এখন ক্যারিয়ার শেষ করতে যাচ্ছেন ৩৮ টেস্ট খেলে। যেখানে ৫টি সেঞ্চুরি এবং ৮টি হাফ সেঞ্চুরি আছে মাসাকাদজার নামের পাশে। টেস্ট ক্যারিয়ারে ৩০.০৭ গড়ে ২২২৩ রান সংগ্রহ করেছেন ডানহাতি এই ওপেনার।
ওয়ানডে ফরম্যাটে ২০৯ ম্যাচ খেলেছেন মাসাকাদজা। এখানেই তাঁর ব্যাটিং গড় তেমন নজরকাড়া নয়। এই ফরম্যাটে ২৭.৭৮ গড়ে ৫৬৫৮ রান করেছেন তিনি। ৫ সেঞ্চুরি এবং ৩৪ হাফ সেঞ্চুরির মালিক জিম্বাবুয়ের বর্তমান অধিনায়ক।
টি-টোয়েন্টি ক্যারিয়ারও তেমন উজ্জ্বল নয় মাসাকাদজার। এখন পর্যন্ত খেলেছেন ৬৫ ম্যাচ, রান করেছেন ২৫.২৫ গড়ে। ক্রিকেটের এই ফরম্যাটে কোনো সেঞ্চুরি নেই তাঁর, রয়েছে ১০টি হাফ সেঞ্চুরি।
বাংলাদেশে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল মাসাকাদজার। এখন সেই বাংলাদেশেই টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার অপেক্ষায় আছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
মাসাকাদজার বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চায় জিম্বাবুয়ে দলের সকলেই। পেসার কাইল জার্ভিস জানিয়েছেন, দলের মধ্যে এ নিয়ে আলোচনা হচ্ছে মাসাকাদজার বিদায় পরিকল্পনা নিয়ে। জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) জিম্বাবুয়ের অধিনায়ককে সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
মাসাকাদজার শুরুটা ছিল আলো ছড়ানো। শেষটা রাঙিয়ে যেতে পারবেন কি না সেটা সময়ই বলে দিবে। জিম্বাবুয়ের স্বর্ণযুগে দলে জায়গা পাওয়া মাসাকাদজা বিদায় নিচ্ছেন দলের করুণ পরিস্থিতিতে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামবেন মাসাকাদজা। আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।