হাতে সেলাই নিয়েই অনুশীলনে বিপ্লব

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হাতের ইনজুরিও দমিয়ে রাখতে পারছে না তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে। ব্যান্ডেজ নিয়েই অনুশীলনে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের মূল উইকেটের পাশে বেশ কিছুক্ষণ বোলিং করেছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম এবং বিপ্লব। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের অনেকেই।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে ১৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন বিপ্লব। সেই ম্যাচেই চোটের কবলে পড়েন এই তরুণ। জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার একটি শট বাঁহাত দিয়ে থামাতে যান তিনি।
ঠিকভাবে বল হাতে লাগাতে না পারায় চোট পান বিপ্লব। পরবর্তীতে তাঁর বাঁহাতে তিনটি সেলাই দিতে হয়েছে। হাতে ব্যান্ডেজ নিয়েই অনুশীলনে নেমে পড়েছেন বিপ্লব।
২১ সেপ্টেম্বর আফগানদের বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা খুবই ক্ষীণ এই লেগ স্পিনারের। ইতোমধ্যে টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই ২৪ সেপ্টেম্বরের ফাইনালে তাঁকে নিয়ে ভাবতেই পারেন নির্বাচকরা। কারণ এই সময়ে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে বিপ্লবের।