আমূল পরিবর্তনেও অপরিবর্তিত বেঙ্গালুরুর অধিনায়কত্ব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে কোনো খুঁত দেখছেন নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্বের ভার কোহলির কাঁধেই থাকছে, ইঙ্গিত দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির নবনিযুক্ত ক্রিকেট অপারেশন্সের পরিচালক হেসন।
আইপিএলে এখন পর্যন্ত কোনো ট্রফি ঘরে তুলতে পারেনি বেঙ্গালুরু। ২০১৩ সাল থেকে দলটির নেতৃত্ব দিচ্ছেন কোহলি। এতো বছরেও দলকে কোনো শিরোপা এনে দিতে না পারায় কোহলির অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারতীয় মিডিয়ায়।

সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। ১৯ সেপ্টেম্বর সম্পূর্ণ নতুন সহকারী স্টাফ ঘোষণা করলেও কোহলির অধিনায়কত্ব নিয়ে কোনো ঘোষণা দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি। মাইক হেসনও জানিয়েছেন, মাঠের দায়িত্ব কোহলির কাঁধেই থাকছে।
হেসন কোহলির নেতৃত্বের প্রশংসা করে বলেন 'বিরাটের নেতৃত্ব ব্যাপারে আমাদের তেমন কোনো ধারণা নেই। কিন্তু আমার মনে হয় সামনে এগিয়ে যাওয়ার পথে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছে সে। গত কয়েক সপ্তাহে বিরাটের অধিনায়কত্ব নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নেই। আমরা একত্রিত হয়েছি এবং আমাদের অভিজ্ঞতা থেকে পরামর্শ নিতে পারবে, এতে সে খুশি।'
এদিকে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব ছেড়ে বেঙ্গালুরুর প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সায়মন ক্যাটিচ। বেঙ্গালুরুকে নতুন করে সাজাতে চাইছেন তিনি। আর এই কাজের চাপ অনেকটাই কমিয়ে দিয়েছেন দলে থাকা দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এবং ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
ক্যাটিচের ভাষায়, 'তারা (কোহলি এবং ভিলিয়ার্স) সেরা খেলোয়াড়। তারা অধিকার অর্জন করেছে। দুজনেই প্রমাণিত পারফর্মার। এটি ইতিবাচক দিক কারণ আপনি জানেন এই খেলোয়াড়দের কাছ থেকে অসাধারণ পারফরম্যান্সের প্রত্যাশা করতে পারবেন এবং তারা এই কন্ডিশনে কয়েক বছর ধরে তা করে আসছে।'
পুরো দলকে নতুন করে সাজিয়েছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ। পুরনো কোচিং স্টাফদের মধ্যে শুধু ফিজিও ইভান স্পিচলি এবং বোলিং কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাডাম গ্রিফিথকে রেখেছে তারা।