এক বছরের জন্য থেমে গেল আকিলার ক্যারিয়ার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়ার বোলিং এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য তাঁকে এই শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
চলতি বছরের আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ করা হয়। ২৯ আগস্ট অ্যাকশন পরীক্ষা দিতে ভারতের চেন্নাই যান আকিলা। কিন্তু পরীক্ষায় পাস করতে ব্যর্থ হন তিনি।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হন আকিলা। ২০১৮ সালের ডিসেম্বরে প্রথমবার অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হন তিনি। সেবার অ্যাকশন পাল্টে ফেব্রুয়ারিতেই মাঠে ফেরেন এই স্পিনার। কিন্তু ১০ মাস পর আবারো একই কারণে বিপদে পড়তে হলো তাঁকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, দুই বছরের মধ্যে দুবার অ্যাকশন পরীক্ষায় পাস করতে না পারলে এক বছরের জন্য নিষিদ্ধ হবেন যে কোনো বোলার। সেই হিসেবে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন আকিলা।
শ্রীলঙ্কার হয়ে ৬ টেস্ট, ৩৬ ওয়ানডে এবং ২২ টি-টোয়েন্টি খেলেছেন ২৫ বছর বয়সী আকিলা। যেখানে লাল বলের ক্রিকেটে ৩৩ উইকেট, সাদা বলের ক্রিকেটে যথাক্রমে ৫১ এবং ২২ উইকেট রয়েছে তাঁর নামের পাশে।