খেলা বাংলাদেশে, আফগানদের চোখ অস্ট্রেলিয়ায়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে আফগানিস্তান। এখান থেকেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। বাংলাদেশে খেলা হলেও আফগানদের নজর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে, জানিয়েছেন দলটির ব্যাটিং কোচ নওরোজ মঙ্গল।
চলমান টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। তাই বলে বাকি দুই ম্যাচকে সহজভাবে নিচ্ছে না আফগানরা। নওরোজের মতে, প্রতিটা ম্যাচেই সর্বোচ্চ দিয়ে খেলবে তাঁর দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ইতিবাচক অবস্থানে রাখতে চায় আফগানিস্তান। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নওরোজ বলেন, 'আমরা ফাইনালে পৌঁছে গেছি বলে ম্যাচটিকে সহজভাবে নিচ্ছি না। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছি। তাই আগামীকালের ম্যাচ আমরা সহজভাবে নিচ্ছি না এবং প্রতিদিনই উন্নতি করার চেষ্টা করছি।'
'ক্রিকেট বোর্ড এবং নির্বাচকরাও সেদিকে চেয়ে আছে। বিশ্বকাপের আগে আমাদের হাতে যে সময় আছে তারা ওইটা নিয়েই পরিকল্পনা করছে। যখন আপনি ভালো অবস্থানে থাকবেন এটা আপনাকে অনুপ্রেরণা যোগাবে। বিশ্বকাপের জন্য ইতিবাচক অবস্থানে রাখবে।' যোগ করেছেন রশিদ খানদের ব্যাটিং কোচ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে রশিদ খানের দল। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের ঝালাই করে নিয়েছেন দলের ক্রিকেটাররা।