promotional_ad

খেলা বাংলাদেশে, আফগানদের চোখ অস্ট্রেলিয়ায়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে আফগানিস্তান। এখান থেকেই ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা। বাংলাদেশে খেলা হলেও আফগানদের নজর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে, জানিয়েছেন দলটির ব্যাটিং কোচ নওরোজ মঙ্গল।


চলমান টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছেন রশিদ খান, মোহাম্মদ নবিরা। তাই বলে বাকি দুই ম্যাচকে সহজভাবে নিচ্ছে না আফগানরা। নওরোজের মতে, প্রতিটা ম্যাচেই সর্বোচ্চ দিয়ে খেলবে তাঁর দল।



promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ইতিবাচক অবস্থানে রাখতে চায় আফগানিস্তান। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নওরোজ বলেন, 'আমরা ফাইনালে পৌঁছে গেছি বলে ম্যাচটিকে সহজভাবে নিচ্ছি না। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ। আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছি। তাই আগামীকালের ম্যাচ আমরা সহজভাবে নিচ্ছি না এবং প্রতিদিনই উন্নতি করার চেষ্টা করছি।'


'ক্রিকেট বোর্ড এবং নির্বাচকরাও সেদিকে চেয়ে আছে। বিশ্বকাপের আগে আমাদের হাতে যে সময় আছে তারা ওইটা নিয়েই পরিকল্পনা করছে। যখন আপনি ভালো অবস্থানে থাকবেন এটা আপনাকে অনুপ্রেরণা যোগাবে। বিশ্বকাপের জন্য ইতিবাচক অবস্থানে রাখবে।' যোগ করেছেন রশিদ খানদের ব্যাটিং কোচ।


শুক্রবার (২০ সেপ্টেম্বর) সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে রশিদ খানের দল। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের ঝালাই করে নিয়েছেন দলের ক্রিকেটাররা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball