promotional_ad

আবার গ্লাস ভাঙলে আমাকে মেরেই ফেলবেঃ রশিদ খান

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশের মাটিতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।


২ ম্যাচ হাতে রেখে ফাইনালের টিকিট পাওয়া রশিদ খানের দল এখন অনেকটাই নির্ভার। জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগের দিন অনুশীলনে নিজেদেরকে ঝালাই করে নিয়েছে আফগানরা।



promotional_ad

অনুশীলনে সবার আগে ব্যাটিংটা ঝালাই করে নেন অধিনায়ক রশিদ খান। তখনই বড় শট খেলতে গিয়ে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভিআইপি বক্সের গ্লাস ভেঙে দেন এই স্পিনার। পরবর্তীতে তাঁকে মজা করে আরেকটি গ্লাস ভাঙতে বলা হলে, রশিদ উত্তর দেন, 'আবার গ্লাস ভাঙলে, ওরা আমাকে মেরেই ফেলবে!'


বৃহস্পতিবার ম্যাচের আগে দিন ধুমধারাক্কা মনোভাব নিয়ে অনুশীলন করেছে আফগানিস্তান। অনুশীলন দেখে মনে হয়েছে, বাকি ম্যাচগুলোতেও আগ্রাসী মনোভাব নিয়েই খেলবেন আফগানিস্তানের ব্যাটসম্যানরা। 


ফাইনালের আগে বাংলাদেশের জন্য যাকে আগামবার্তা বলাই যায়। শুক্রবার জিম্ববাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে রশিদ খানের দল। পরের দিন বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে দলটি।



চলতি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি আফগানিস্তান। ২৮ রানে হ্যামিল্টন মাসাকাদজার দলকে হারায় তারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২৫ রানে হারায় রশিদ খানের দল। এর আগে একমাত্র টেস্টেও বাংলাদেশকে হারিয়েছিল রশিদ খানের দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball