আফগানিস্তানের সাংবাদিকদের শেখানো হচ্ছে ক্রিকেট

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১১ বিশ্বকাপ বাছাইপর্বে খেলার সময় ওয়ানডে মর্যাদা পায় আফগানিস্তান। এর দুই বছর পর দেশটি আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। চার বছর পর টেস্ট স্ট্যাটাস অর্জন করে যুদ্ধ বিধ্বস্ত দেশটি। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ কয়েকবার অংশ নিয়েছে দলটি।
এতো সব কিছুর মাঝে আফগানদের উন্নতির ধারা ছিল নজরে আসার মতন। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ৩টি খেলেছে রশিদ নবিরা, যার ২টিতেই রয়েছে জয়। ওয়ানডে ফরম্যাটেও বড় বড় দলের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রশিদ খান-মোহাম্মদ নবিরা।

টি-টোয়েন্টিতে তাদের উন্নতির ধারা সবচেয়ে বেশি চোখে পড়ার মতো। র্যাঙ্কিংয়ের সপ্তম স্থানে আছে রশিদ খানের দল। বাংলাদেশের মাটিতে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালেও জায়গা করে নিয়েছে দলটি।
যে কারণে হাতে থাকা দুই ম্যাচের আগে অনেকটাই নির্ভার এখন আফগানরা। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে নিজেদেরকে ঝালাই করে নিয়েছেন খেলোয়াড়রা। তবে এই অনুশীলনের মাঝে দলের ম্যানেজার রহিম জার জানালেন, আফগানিস্তানের সাংবাদিকদের শেখানো হচ্ছে ক্রিকেট!
আফগানিস্তানে ক্রিকেটের তুলনায় ফুটবল এবং ভলিবল অনেক আগে থেকে খেলে আসছে। ব্যাট-বলের খেলায় তারা যোগ হয়েছে বেশীদিন হয়নি। যে কারণে মানুষ ক্রিকেটের বিষয়ে বেশি অজ্ঞ নন। যে কারণে সেই দেশের সাংবাদিকদের ক্রিকেট সম্পর্কে জ্ঞান বাড়াতে এই পদক্ষেপ নিয়েছেন তারা।
জার বলেন, 'আমাদের দেশে সাংবাদিক অনেক আছে, কিন্তু ক্রিড়া সাংবাদিকের সংখ্যা বাংলাদেশের তুলনায় কম। সেখানে ক্রিকেটের চেয়ে ফুটবল এবং ভলিবল বেশি জনপ্রিয়। ক্রিকেট যোগ হয়েছে বেশীদিন হয়নি। তাই সাংবাদিকরা এর সম্পর্কে বেশি জানেন না।
যে জন্য আমরা তাদেরকে নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে থাকি, যেন তারা ক্রিকেটকে ভালোভাবে বুঝতে পারেন। স্লিপ, গালি, কভার, পুল শট, স্কোয়ার ড্রাইভ এসবের ব্যাপারে তারা ধারণা এখান থেকেই নিচ্ছেন।'