promotional_ad

পাকিস্তান সফরের ব্যাপারে আশাবাদী অস্ট্রেলিয়া

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০২২ সালে পাকিস্তান সফরের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া, জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কেভিন রবার্টস। তাড়াহুড়া না করে সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।


১৯৯৮ সালে শেষবারের মতো পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে খেলতে দলটির বর্তমান টেস্ট অধিনায়ক টিম পেইন পাকিস্তান যান। অস্ট্রেলিয়ার আর কোনো ক্রিকেটার পাকিস্তানে খেলতে যাননি।



promotional_ad

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) ২০২২ সালের আগে পাকিস্তানে কোনো সফর নেই অস্ট্রেলিয়ার। পাকিস্তানের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা অনেক সন্তুষ্ট করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীকে। যে কারণে দুই বছর পর পাকিস্তানে যাওয়ার চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন রবার্টস।


গত ১০ বছরে রবার্টসই প্রথম অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী, যিনি পাকিস্তানে গিয়েছেন। তাঁর ভাষায়, 'সঠিক দিশায় এগোচ্ছে সবকিছু। কিন্তু বলতেই হয় আমরা অস্ত্র সজ্জিত গাড়িতে ভ্রমণ করেছি এবং পুলিশের পাহারার মধ্যে ছিলাম। যে কারণে নিরাপদ অনুভব করেছি। অবশ্যই সেই স্তরের নিরাপত্তা এখনো প্রয়োজন। বিশ্ব ক্রিকেটের স্বার্থে এবং পাকিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার সুসম্পর্কের জন্য আমি আশা করছি সেখানে যাব।'


'আমি পাকিস্তানকে বলেছিলাম আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রত্যাবর্তনে আমরাও আনন্দিত। কিন্তু আমরা এখনো আমাদের মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত এবং বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেয়া অব্যহত রাখব। আমরা ২০২২ সালে সফর করার পরিকল্পনা করছি। কিন্তু তাড়াহুড়া না করে সতর্কতার সঙ্গে এই সিদ্ধান্ত নিব আমরা।' যোগ করেছেন রবার্টস।



মূলত পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা যাচাই করতে গত মে মাসে দেশটিতে ভ্রমণ করেন রবার্টস। ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।


২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষিদ্ধ করে আইসিসি। এরপর ২০১৫ সালে জিম্বাবুয়ে প্রথম দল যারা পাকিস্তান সফরে যায়। বাংলাদেশ নারী দল, বিশ্ব একাদশ, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ নারী এবং পুরুষ দুই দলই পাকিস্তানে খেলতে যায়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball