নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন সাবেক প্রধান নির্বাচক

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জাতীয় দলের ক্রিকেটার নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তাঁর মতে, অনেক কিছুই এখন ঠিক মতো হচ্ছে না।
নির্বাচকদের দায়িত্ব নিয়ে কাজ না করা বা জবাবদিহিতা না করার প্রবণতা আছে বলে মনে করছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বৃহস্পতিবার চট্টগ্রামে ফারুক বলেন, 'আমার কাছে মনে হয় নির্বাচকের দায়িত্ব এমন কাউকে দিতে হবে যে জবাবদিহিতা করতে পারবে, দায়িত্ব নিতে পারবে। মানে কেউ যখন সুযোগ পেল তাহলে কেন সুযোগ পেল বা কেউ বাদ পড়লে কেন বাদ পড়ল- এই ব্যাখা কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা খুব একটা দেখতে পাই না।

আর দল হারলে যে অস্থিরতা তৈরি হয় সেটাও কাম্য না। যেহেতু নির্বাচকের কাজ ভালোমতো হচ্ছে না, তাই অস্থিরতা খুব সহজেই হয়ে যায়। একটা-দুইটা ম্যাচ খারাপ করলে মনে হয় কিছুই ঠিক হচ্ছে না। আবার অনেক ধরণের পরিবর্তন দেখা যায়।'
জাতীয় দলে বেশ কয়েকজন নীতি নির্ধারক নির্বাচকের কাজ করে থাকেন বলেও বিশ্বাস ফারুকের। এক্ষেত্রে নির্বাচক অল্প হলেই গঠনমূলক ফলাফল পাওয়ার আশা করছেন তিনি।
ফারুক আরও বলেন, 'এখন মনে হয় দলে অনেক নির্বাচক। ২-৩ জনের যদি একটা নির্বাচক প্যানেল থাকে, ওরা কোনো ক্রিকেটারকে বুঝে শুনে দলে নিতে পারবে। ওই তরুণ ক্রিকেটার ভালো খেলে কিনা সেটা সময়ই বলে দিবে।
কিন্তু ওকে সমর্থন করার জন্য অন্তত নির্বাচক থাকবে। যে বলবে, ওকে এই কারণে নিয়েছি বা নেইনি। ইদানিং দেখা যায় একটা ক্রিকেটারকে এক ম্যাচ খেলিয়ে বাদ দিয়ে দেয়া হয়। এতে পুরো দলের ভারসাম্য নষ্ট হয়।'
এভাবে চলতে থাকলে ফলাফল বেশ খারাপ হবে, মনে করিয়ে দিলেন ফারুক। তিনি বলেন, 'কিছু সিনিয়র ক্রিকেটারের কারণে এখনও আমরা সেভাবে ভুগছি না। কিন্তু আমার মনে হয় এভাবে চলতে থাকলে ভালো হবে না। এখান থেকে বের হয়ে আসতে হবে।'
বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাঁকে সঙ্গ দিচ্ছেন হাবিবুল বাশার। এ ছাড়া কয়েক বছর ধরে ম্যানেজার হিসেবে খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট অপারেশন্স থেকে আকরাম খান, জাতীয় দলের কোচিং প্যানেল বা নির্দিষ্ট ফরম্যাটের অধিনায়ক, এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দল নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করে আসছেন।