promotional_ad

জাতীয় দলে এখন অনেক নির্বাচকঃ ফারুক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) এই মুহূর্তে অনেক নির্বাচক আছেন, যার কারণে ভালো মানের দল গঠনে সমস্যা হচ্ছে বলে মনে করছেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।


বৃহস্পতিবার চট্টগ্রামে গণমাধ্যমকে ফারুক বলেন, 'নির্বাচক তো অনেকেই আছে এখন। এখানে ডিরেক্টর নির্বাচক আছে, ম্যানেজার নির্বাচক আছে। এখানে অপারেশন্সে আছে নির্বাচক- আমরা মনে হয় পাঁচ-সাত জন নির্বাচক।'


দেশের ক্রিকেটে দুই দফায় নির্বাচকের দায়িত্বে ছিলেন ফারুক। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক ২০০৩-২০০৭ মেয়াদে নির্বাচক এবং ২০১৩-২০১৬ মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন।


promotional_ad

নিজের সময়ে নির্বাচক হিসেবে সুনাম ছিল তাঁর। দলে তখনও আরও কয়েকজন নির্বাচক ছিলেন। তবুও দেশের ক্রিকেটকে সমৃদ্ধশালী ক্রিকেটার এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফারুক। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের তিনিই খুঁজে বের করেছিলেন।


নিজের সময়ের কথা মনে করিয়ে দিতেই ফারুক বলেন, 'আমি যখন ইস্তফা দিয়েছি তখন নির্বাচক ছিল দুইজন, সাথে খালেদ মাহমুদ সুজন ছিল ম্যানেজার নির্বাচক, তারপর সবকিছুর সংযোগ ঘটাতে অপারেশন্স থেকে একজন ছিল। নির্বাচক তো আসলেই অনেকজন, একজন তো না।'


অবশ্য পুরো বিষয়টির নেতিবাচক দিক ধরিয়ে দিয়েছেন ফারুক। বেশি নির্বাচক থাকলেই যে ফলাফল আসবে, বিষয়টিকে ভুল প্রমাণ করতে যুক্তি উপস্থাপন করেছেন তিনি।


'বিষয়টা ইতিবাচক হলে আমি এখনও নির্বাচক থাকতাম। তবে এই নিয়ম কাজ করবে না আসলে। কেননা যখন দল ভালো করবে তখন কেউ কৃতিত্ব নেয়ার চেষ্টা করবে। আবার যখন খারাপ করবে তখন একে অপরের দিকে আঙুল তুলবে।'


বর্তমানে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাঁকে সঙ্গ দিচ্ছেন হাবিবুল বাশার। এ ছাড়া কয়েক বছর ধরে ম্যানেজার হিসেবে খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট অপারেশন্স থেকে আকরাম খান, জাতীয় দলের কোচিং প্যানেল বা নির্দিষ্ট ফরম্যাটের অধিনায়ক, এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও দল নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করে আসছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball