promotional_ad

তিনটি সেলাই পড়েছে বিপ্লবের হাতে

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক টি-টোয়েন্টিতেই চোটের কবলে পড়েছেন ১৯ বছর বয়সী লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার একটি শট বাঁহাতে লাগায় চোট পান তিনি। পরবর্তীতে তিনটি সেলাই দিতে হয়েছে বিপ্লবের হাতে। 


এই প্রসঙ্গে তরুণ বিপ্লব বলেন, 'মাসাকাদজা একটি বল সোজা মেরেছিল এবং আমি সেটি সেভ করতে গিয়েছিলাম, কিন্তু সেভ করতে পারিনি। সেটি হাতে লেগেছে। ওটা রিটার্ন করার সুযোগ ছিল না। হাতে তিনটি সেলাই পড়েছে। এখন আল্লাহ্‌র রহমতে ভালোই লাগছে। ব্যাথা আগের চেয়ে কমেছে। তবে ফিজিও যেভাবে বলবে সেটাই করবো।' 



promotional_ad

ম্যাচের দিন বোলিংয়ের শুরু থেকেই সমস্যা হচ্ছিল বিপ্লবের। তবে এরপরেও নিজেকে নিয়ন্ত্রণ করে বোলিং করে গেছেন তিনি। আর এর সবই সম্ভব হয়েছে সাকিব, মুশফিক, রিয়াদদের মতো সিনিয়র খেলোয়াড়দের সমর্থনে। 


সাকিবদের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, আমি যখন বোলিংয়ে যাই তখন একটু সমস্যা হচ্ছিল। তবে সাকিব ভাই আমাকে বললো যে তুই নরমাল যেমন বোলিং করিস সেটাই শুধু এখানে করার চেষ্টা কর। এরপর রিয়াদ ভাই, মুশি ভাই সবাই ভালো সাপোর্ট করছিল যে ভালো জায়গাতে বোলিং করলেই হবে। আমি শুধু ওটা করার চেষ্টা করেছি। এরপর আল্লাহ্‌র রহমতে ভালো হয়েছে।' 


হাতের এই চোটের ফলে আফগানিস্তানের বিপক্ষে শনিবারের ম্যাচে বিপ্লবের খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। যদিও তাঁর চোটের ব্যাপারে এখনও বিস্তারিত কিছু জানাননি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, 'বিপ্লবকে ফিজিও দেখেছে, তবে এখনও পুরোপুরি আপডেট পাইনি, কিছুক্ষণ পরে জানা যাবে।'



নতুন কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়াতেই বুধবারের ম্যাচে অভিষেক হয় বিপ্লবের। আর মাসাকাদজাদের বিপক্ষে অভিষেক ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট তুলে নেন তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর এরই মধ্যে পাদপ্রদীপের আলোয় উঠে এসেছেন প্রতিভাবান এই তরুণ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball