promotional_ad

নিজেকে নিয়ন্ত্রণ করা খুব জরুরীঃ বিপ্লব

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখাকে সাফল্যের চাবিকাঠি হিসেবে মানছেন আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য অভিষেক হওয়া লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লব। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচেই বল হাতে কারিশমা দেখান ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। 


৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচ করে ২ উইকেট তুলে নেন বিপ্লব। দারুণ এই পারফরম্যান্সের পর গণমাধ্যমে এই তরুণকে নিয়েই চলছে আলোচনা। একজন আদর্শ লেগ স্পিনারের খোঁজে যখন হন্যে হয়ে ছিল বাংলাদেশ তখন আশার প্রদীপ হয়েই যেন আবির্ভাব ঘটলো বিপ্লবের। 



promotional_ad

সাফল্যের রহস্য নিয়ে তরুণ এই লেগ স্পিন অলরাউন্ডার জানান ধাপে ধাপে উন্নতি করাই তাঁর মূলমন্ত্র। বিপ্লব বলেন, 'আমি অনুভব করি নিজের প্রতি নিয়ন্ত্রণটা অনেক বড় জিনিস। নিজেকে নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ। আমার চেষ্টা থাকবে আমি নিজেকে নিয়ন্ত্রণ করে দিনের পর দিন নিজের উন্নতি করার চেষ্টা করবো।'


ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামতে চান প্রতিভাবান এই তরুণ। অন্য খেলোয়াড়দের দেখেও প্রতিনিয়ত শিক্ষা নিচ্ছেন তিনি। বিপ্লবের ভাষায়, 'আমি এর আগে দেখেছি যে কারা কি করেছে।ম্যাচ বাই ম্যাচ ভালো খেলার চেষ্টা করবো ইনশাল্লাহ।'     


মূলত নেট বোলার থেকেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। প্রতিযোগিতামূলক ক্রিকেটে খুব বেশি খেলার সুযোগ না থাকলেও নতুন কোচ রাসেল ডমিঙ্গোর চাওয়াতে অভিষেক হয়েছে তাঁর। আর অভিষেক ম্যাচেই আলো ছড়িয়ে নজর কাড়েন এই তরুণ। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball