promotional_ad

আরেকটি অনন্য রেকর্ডে কোহলি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৫২ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এই ইনিংস খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নাম লেখান তিনি। 


একই সঙ্গে ওপেনার রোহিত শর্মাকেও টপকে গেছেন কোহলি। বর্তমানে ৭১ টি-টোয়েন্টিতে ৫০.৮৫ গড়ে ২ হাজার ৪৪১ রান সংগ্রহ করেছেন ভারত অধিনায়ক। যেখানে ২২টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।



promotional_ad

শুধু তাই নয়, ব্যাটিং গড়ের দিক থেকেও অনন্য রেকর্ড গড়েছেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই কোহলির ব্যাটিং গড় ৫০ এর বেশি। ওয়ানডেতে ভারত অধিনায়কের ব্যাটিং গড় ৬০.৩১, টেস্টে ৫৩.১৪ এবং টি-টোয়েন্টিতে ৫০.৮৫।


টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার দুই নম্বরে থাকা রোহিত শর্মা ৯৭ ম্যাচে ৩২.৪৫ গড়ে ২ হাজার ৪৩৪ রান সংগ্রহ করেন। ৪টি সেঞ্চুরি এবং ১৭টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। তালিকার তিন, চার এবং পাঁচ নম্বরে আছেন মার্টিন গাপটিল, শোয়েব মালিক ও ব্র্যান্ডন ম্যাককালাম। 


৭৮ টি-টোয়েন্টিতে ৩৩.৫৭ গড়ে ২ হাজার ২৮৩ রান করেছেন নিউজিল্যান্ডের ওপেনার গাপটিল। ২টি সেঞ্চুরি এবং ১৪টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। পাকিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিকের সংগ্রহ ৩০.৫৮ গড়ে ১১১ ম্যাচে ২ হাজার ২৬৩ রান। যেখানে তাঁর রয়েছে ৭টি হাফ সেঞ্চুরি। 



মালিকের পর পাঁচ নম্বরে থাকা সাবেক কিউই উইকেট রক্ষক ব্যাটসম্যান ম্যাককালামের সংগ্রহ ৭১ ম্যাচ ৩৫.৬৬ গড়ে ২ হাজার ১৪০ রান। ২টি সেঞ্চুরি এবং ১৩টি হাফ সেঞ্চুরির মালিক তিনি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball