মাহমুদউল্লাহর টোটকা কাজে লাগিয়ে সফল বিপ্লব

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দীর্ঘদিন পর বাংলাদেশের ক্রিকেটে এসেছে লিগ স্পিনার। আমিনুল ইসলাম বিপ্লবের আবির্ভাবকে রীতিমতো বিস্ময় জাগানিয়াই বলতে হবে। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে আগ্রাসী পারফরম্যান্সে বিপ্লব বাহবা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের কাছে। অবশ্য বিপ্লবকে ভয়ডরহীন ক্রিকেট খেরতে অনুপ্রাণিত করেছেন মাহমুদউল্লাহই!
জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করার ম্যাচে ১৮ রান খরচায় দুই উইকেট নিয়েছেন ১৯ বছর বয়সী তরুণ বিপ্লব। ম্যাচ শেষে মাহমুদউল্লাহ জানালেন, বিপ্লবকে নির্ভার হয়ে সাহস নিয়ে খেলার পরামর্শ দিয়েছিলেন তিনি।

মাহমুদউল্লাহর ভাষায়, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচে সবাই একটু চাপে থাকে। আমি ওকে মাঠে বলছিলাম। যা করবা বুকে সাহস নিয়ে করবা। ভয় নিয়ে কিছু করে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকা যায় না। যাই কিছু করবা একদম মন খুলে।
আমার মনে হয় জিনিসটা ও অনুভব করছিলো। ওর বোলিং দেখে মনে হয়েছে ও অনেক আগ্রাসী। ওর ফিল্ডিং, শরীরী ভাষা খুব আগ্রাসী। সব সময় হয়তো কাজ করবে না। তবে বেশিরভাগ সময় সফল হওয়ার সুযোগ থাকবে। আমি ওর জন্য প্রচন্ড খুশি যে ও ভালো পারফর্ম করেছে।’
কয়েক বছর আগে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল আরেক লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের। যদিও অল্প সময়েই হারিয়ে গিয়েছেন তিনি। মাহমুদউল্লাহ অবশ্য লিখনের সঙ্গে বিপ্লবের তুলনা করতে নারাজ। বিপ্লবে অপার সম্ভাবনা দেখছেন তিনি।
অনুজকে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রত্যেকেই ভিন্ন। কারো সঙ্গে কারো তুলনা করা যায় না। লিখন যখন শুরু করেছিল, ওকে অসাধারণ মনে হতো। গুগলিতে তাকে মেরে খেলা অনেক কঠিন মনে হতো। একই সময় ওর ফর্মে কিছুটা ওলট পালট হয়েছে।
এরপর ও রকম ভালো লেগ স্পিনার আমরা হয়তো পাচ্ছিলাম না। আমার কাছে মনে হয় বিপ্লব দারুণ উদীয়মান। দল হিসেবে আমার মনে হয় সবাই তাকে উৎসাহ যুগিয়েছে। তার বর্ণিল ভবিষ্যৎ আছে।’