এই আত্মবিশ্বাসেই ফাইনাল খেলতে চান মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়েকে সহজেই হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ। আগ্রাসী ব্যাটিংয়ে দল জেতানো মাহমুদউল্লাহ রিয়াদ এমন আত্মবিশ্বাস ধরে রাখতে চান ফাইনালেও।
২৪ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। তার আগে অবশ্য আফগানদের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ম্যাচ শেষে গণমাধ্যমে মাহমুদউল্লাহ বলেন, 'আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আজকে যেভাবে জিতলাম। আমি মনে করি পরের ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু র্যাঙ্কিংয়ে আফগানিস্তান টিম আমাদের উপরে আছে।
তো আমাদের খুব ভালো ক্রিকেট খেলতে হবে। তাঁরা খুব ভালো দল। সেরা পারফরম্যান্স দিয়েই যেন ম্যাচটি জিততে পারি ওইদিকটায় খেয়াল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা যেন আত্মবিশ্বাসটা নিয়ে যেন ফাইনালে যেতে পারি।'
ফাইনালে ওঠার ম্যাচে আগে ব্যাট করে জিম্বাবুয়ের বিপক্ষে সাত উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৩৬ রানে। ম্যাচে বোলারদের পারফরম্যান্স মনে ধরেছে মাহমুদউল্লাহর।
'ফিল্ডিংয়ে যখন নামছিলাম সাকিবের সঙ্গে কথা হচ্ছিলো, আমরা সম্ভবত ১০-১৫ রান কম করেছি। কারণ উইকেট অনেক ভালো ছিল। বোলাররা যেভাবে বোলিং করেছে, তখন ওই সংগ্রহটাই অনেক বড় মনে হয়েছে।'