কোহলির ব্যাটে ভারতের সহজ জয়

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে মোহালিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়েছে ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি পরিত্যক্ত হওয়ার পর এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪৯ রান করেছে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন অধিনায়ক কুইন্টন ডি কক।

এ ছাড়া তেম্বা বাভুমা করেন ৪৯ রান। শেষদিকে ডেভিড মিলার ১৫ বলে ১৮ এবং ডুয়ান প্রিটোরিয়াস ৭ বলে ১০* রান করলে এমন সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।
ভারতের হয়ে দীপক চাহার দুটি উইকেট পান। একটি করে উইকেট শিকার করেন নবদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া।
মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানে ওপেনার রোহিত শর্মাকে (১২) হারায় ভারত। এরপর শিখর ধাওয়ানের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কোহলি।
৪০ রানে ফিরে যান ধাওয়ান। ভারতকে জয় পাইয়ে দিতে একেবারেই অসুবিধা হয়নি কোহলির। ছয় বল হাতে রেখে জয় এনে দিতে অপরাজিত থাকেন ৫২ বলে ৭২ রান করে।
ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। ঋষভ পান্ত (৪) ব্যর্থ হলেও কোহলির সঙ্গে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শ্রেয়াশ আইয়ার (১৬*)।