সাহসী বিপ্লবে মুগ্ধ সাকিব

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অভিষেক ম্যাচে হতাশ করেননি এই তরুণ। ৪ ওভারে ১৮ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
আন্তর্জাতিক অঙ্গনে নিজের তৃতীয় বলেই তুলে নিয়েছেন উইকেট! সপ্তম ওভারে বোলিংয়ে এসে মুতোম্বজিকে লং অফে ক্যাচে পরিণত করেন আমিনুল। এরপর ২৫ বলে ২৫ রান করা জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।

দারুণ বোলিং করে অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা কুড়িয়েছেন বিপ্লব। এই তরুণের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন সাকিবও। বাংলাদেশ দলপতি শুধু বিপ্লব নয় জয়ের কৃতিত্ব সব বোলারদেরই দিয়েছেন। সেই সঙ্গে দারুণ ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন তিনি।
এ প্রসঙ্গে সাকিব বলেছেন, 'বোলাররা দারুণ করেছে। তাদের কৃতিত্ব দিতেই হয়। ভেজা আউটফিল্ডেও আমরা যেভাবে ফিল্ডিং করেছি তা অসাধারণ। বিপ্লব অনেক সাহস নিয়ে বোলিং করেছে। টি-টোয়েন্টি ম্যাচে বোলাররা প্রায়ই ম্যাচ জেতাবে, নাহলে কখনোই জেতাবেনা।'
জিম্বাবুয়ের বিপক্ষে ৩৯ রানের জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর ফাইনালের আগে আগামী ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। ফাইনালের আগে এই ম্যাচটিকে হালকা ভাবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক।
সাকিব বলেছেন, 'ফাইনালে গিয়েছি, আমরা যদি এই ম্যাচটি (আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচ) জিতি তাহলে তা দলের জন্য সাহায্য করবে। টি-টোয়েন্টিতে মোমেন্টামটা অনেক গুরুত্বপূর্ণ। তাই এটা ফাইনালের আগে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ।