আগ্রাসী ইনিংস খেলতে চেয়েছিলামঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টি-টোয়েন্টি ক্যারিয়ারে তেমন ধারাবাহিক নন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জয়ী ইনিংসটি খেলে আরও ধারাবাহিক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে জানান, শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলার অপেক্ষায় ছিলেন তিনি।
ম্যাচ শেষে মাহমুদউল্লাহ বলেন, 'আমি প্রথম বল থেকে মেরে খেলার চিন্তায় ছিলাম। ইতিবাচক খেলার চেষ্টা করেছি। সেই অনুযায়ী চেষ্টাও করেছি। লিটন, সাকিব, মুশফিক সবাই ভালো ব্যাটিং করেছে। বোলাররাও তাদের ক্ষমতার ওপর ভরসা করেছে।

ফিল্ডাররা তাদের সুযোগ কাজে লাগিয়েছে। আমি আরও ধারাবাহিক হতে চাই। দল আমার কাছ থেকে ধারাবাহিকতা প্রত্যাশা করে। সামনের ম্যাচেও আমাদের ভালো খেলার চেষ্টা থাকবে। কেননা এরপর ফাইনাল আছে। আমাদের আত্মবিশ্বাস অর্জন করতে হবে।'
ছক্কা মেরেই ইনিংস শুরু করেছেন মাহমুদউল্লাহ। এরপর হাফ সেঞ্চুরিও করেছেন ছক্কা মেরে। আগ্রাসী ক্রিকেট খেলতে চাওয়ার স্পৃহা ভালোভাবেই মিটেছে তাঁর।
কাইল জার্ভিসের শেষ ওভারে শন উইলিয়ামসের তালুবন্দি হয়ে ফেরার আগে করেন ৪১ বলে ৬২ রান। ইনিংসে ছিল একটি চার ও পাঁচটি বিশাল ছক্কা।
তাঁর এমন ইনিংসে সহজেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বরের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। তার আগে অবশ্য বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে আরও একটি করে ম্যাচ খেলবে আফগানরা।