সাকিবের পর মুস্তাফিজ

ছবি: ছবিঃ রতন গোমেজ

টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মুস্তাফিজুর রহমান। ৫০ উইকেটের এই মাইলফলক ছুঁতে বাঁহাতি এই পেসারকে ম্যাচ খেলতে হয়েছে ৩৩টি।
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দুই উইকেট তুলে নিয়ে মাইলফলকে নাম লেখান বাঁহাতি এই পেসার। ৪৯ উইকেট নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ।
প্রথম ৮ ব্যাটসম্যানের উইকেট সতীর্থরা তুলে নিলেও জিম্বাবুয়ের শেষ দুই ব্যাটসম্যান কাইল জার্ভিস এবং এন্ডিলভুর উইকেট তুলে নেন বাঁহাতি এই পেসার।

বাংলাদেশি বোলারদের মধ্যে সবার আগে এই মাইলফলক স্পর্শ করেন অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শিকারিও তিনি।
৭৫ ম্যাচে ৯৩ উইকেট শিকার করেছেন সাকিব। বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেট আব্দুর রাজ্জাকের।
২০০৬-২০১৪ সাল পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা রাজ্জাক ৩৪ ম্যাচে ৪৪ উইকেট শিকার করেছেন। ৪২ উইকেট নিয়ে চারে আছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা।