বিপ্লবের লেগ স্পিন, বাংলাদেশের স্বস্তির নিঃশ্বাস

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৫ সালের দিকে তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখনের আবির্ভাব বাংলাদেশ ক্রিকেটে স্বস্তি বয়ে আনলেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তিনি। একই কথা প্রযোজ্য ২০১৬-১৭ মৌসুমে জাতীয় দলে খেলা লেগ স্পিনার তানবির হায়দারের ক্ষেত্রেও।
লিখনকে নেট বোলার থেকে জাতীয় দলে নিয়ে আসেন সে সময়ের বাংলাদেশ দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। জাতীয় দলে সুযোগ পেয়ে জায়গাটা বেশিদিন ধরে রাখতে পারেননি তিনি।

ওভারে ৪টি বল ঠিকভাবে করলেও যেকোনো দুটি বল করতেন খুব বাজে। যার খেসারত তাকে দিতে হয়েছে নিয়মিত। তানবির হায়দারের ক্ষেত্রেও প্রায় একই ঘটনা। এ দুজনের পর ঘরোয়া ক্রিকেট থেকে লেগ স্পিনার তুলে আনার খোঁজে ছিল বিসিবি।
অবশেষে হয়তো বিসিবির এই খোঁজাখুঁজি স্বার্থকতা পেতে যাচ্ছে। আমিনুল ইসলাম বিপ্লব ব্যাটসম্যান হলেও লেগ স্পিন করতে জানতেন। যা দেখে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো তাঁকে দলে চেয়ে বসেন।
কোচের চাওয়াতে দলে সুযোগ পেয়ে বিপ্লবের অভিষেক হলো জিম্বাবুয়ের বিপক্ষে। আর অভিষেক ম্যাচেই আলো ছড়িয়ে নজর কাড়লেন এই তরুণ। ১৯ বছর বয়সী এই স্পিনার ৪ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।
নিজের প্রথম ওভারের তৃতীয় বলে পেয়েছেন উইকেট, দ্বিতীয় ওভারে ফের আঘাত হেনেছেন। প্রতিপক্ষের ব্যাটসম্যানকে সামনে এগিয়ে এসে মারার কোনো প্রকার সুযোগ দেননি তিনি। সব মিলিয়ে নিজের অভিষেক ম্যাচে বাংলাদেশকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছেন এই লেগ স্পিনার।