স্বস্তির জয়ে ফাইনালে বাংলাদেশ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথমে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও লিটন দাসের আগ্রাসী ব্যাটিং এবং পরবর্তীতে শফিউল ইসলাম, আমিনুল ইসলামদের অসাধারণ বোলিংয়ে চট্টগ্রামে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল।
আগে ব্যাট করে জিম্বাবুয়ের বিপক্ষে সাত উইকেটে ১৭৫ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটাই বাংলাদেশের দলীয় সর্বোচ্চ সংগ্রহ। জবাবে নির্ধারিত ২০ ওভারে জিম্বাবুয়ে অলআউট হয়েছে ১৩৬ রানে।
চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানের মধ্যেই তিন উইকেট হারায় জিম্বাবুয়ে। রানের খাতা খোলার আগেই মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্রেন্ডন টেলর।
এরপর রেগিস চাকাভাকে (০) বোল্ড করে ফেরান সাকিব। তারপর শেন উইলিয়ামস ২ রান করে শফিউলের বলে আফিফকে ক্যাচ দিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।
এই ম্যাচে অভিষেকেই আলো ছড়িয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব। মাত্র ১৯ বছর বয়সে অভিষেক ম্যাচের দ্বিতীয় বলেই উইকেট তুলে নিয়েছেন এই লেগ স্পিনার। জিম্বাবুয়ের ব্যাটসম্যান মুদমবজদিকে ১১ রানে বিদায় করেছেন তিনি। এরপরের ওভারে বার্লকে বোল্ড করে বিদায় করেন শফিউল।

নিজের দ্বিতীয় ওভারে হ্যামিল্টন মাসাকাদজাকে (২৫) বিদায় করেছেন আমিনুল। ৬৬ রানে সাত উইকেট হারানো জিম্বাবুয়ে তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে।
তারপরেও লড়াই চালিয়ে গিয়েছেন রিচমন্ড মুতুমবমি। শেষদিকে ৩২ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৪ রান করেন তিনি। তাঁকে সঙ্গ দেয়া কাইল জার্ভিস করেন ২০ বলে ২৭ রান। অবশ্য তাতে কেবল পরাজয়ের ব্যবধানই কমেছে সফরকারিদের।
এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার লিটন দাস এবং অভিষিক্ত নাজমুল হোসেন শান্ত। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাবে ব্যাটিং করতে থাকেন লিটন।
ম্যাচের তৃতীয় ওভারে অ্যান্ডিলভুর প্রথম চার বলে ১৯ রান নেন লিটন। এরপরের ওভারে হাত খুলতে শুরু করেন অপর প্রান্তে থাকা শান্ত। কিন্তু পঞ্চম ওভারের পঞ্চম বলে ৯ বলে ১১ রান করে কাইল জার্ভিসকে ক্যাচ তুলে দেন এই ওপেনার।
এরপরের ওভারে ২২ বলে ৩৮ রান করে এমপফুর বলে ক্যাচ তুলে দেন লিটস দাসও। মাদজিভার অসাধারণ ক্যাচে সাজঘরে ফেরেন এই ওপেনার।
দুই ওপেনারকে হারানোর পর দলকে সামনের দিকে বেশিদূর টানতে পারেননি অধিনায়ক সাকিব আল হাসান (১০)। লেগ স্পিনার বার্লকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
শুরুর তিন ব্যাটসম্যানের বিদায়ের পর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় বাংলাদেশ। এই দুজন গড়েন ৭৮ রানের জুটি।
২৬ বলে ৩২ রান করে মুতমবদজির বলে সুইপ খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন মুশফিক। মুশফিকের বিদায়ের পর হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ।
শেষ মুহূর্তে তাঁকে সঙ্গ দিতে এসে আশানরুপ কিছু করতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে জয়ের নায়ক আফিফ হোসেন (৭)। শেষ ওভারে ফিরে যান মাহমুদউল্লাহও।
ফেরার আগে করেন ৪১ বলে একটি চার ও পাঁচটি ছক্কায় ৬২ রান। মাহমুদউল্লাহ ফেরার পরের বলে ফেরেন মোসাদ্দেক হোসেনও (২)। জিম্বাবুয়ের হয়ে ৩২ রান খরচায় তিন উইকেট নিয়েছেন কাইল জার্ভিস।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৭৫/৭ (২০ ওভার)
(মাহমুদউল্লাহ ৬২, লিটন ৩৮, মুশফিক ৩২; জার্ভিস ৩/৩২)
জিম্বাবুয়েঃ ১৩৬/১০ (২০ ওভার)
(মুতুমবমি ৫৪, শফিউল ৩/৩৬)