৩২ মাস পর মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরি!

ছবিঃ- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলমান টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হাফ সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। সেই ম্যাচে আক্ষেপে পুড়লেও জিম্বাবুয়ের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিজ্ঞ এই ডানহাতি ব্যাটসম্যান।


হ্যামিল্টন মাসাকাদজার দলের বিপক্ষে ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করেছেন মাহমুদউল্লাহ। এদিন ৬২ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোর গড়তে সাহায্য করেছেন তিনি। 


promotional_ad

টি-টোয়েন্টিতে এই হাফ সেঞ্চুরিটি পেতে মাহমুদউল্লাহকে অপেক্ষা করতে হয়েছে ২ বছর ৮ মাস (৩২ মাস)। সর্বশেষ ২০১৭ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে হাফ সেঞ্চুরি (৫২) করেছিলেন তিনি।


মাঝের ৩২ মাসে মোট ২৪টি ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। যদিও এর মাঝে ৫টি ৪০ এর ঘরে ইনিংস রয়েছে তাঁর ঝুলিতে। আর ৩০ এর ঘরে আউট হয়েছেন দুবার।


২০১২ সালে ক্যারিয়ারে প্রথমবারের মতো এই ফরম্যাটে হাফ সেঞ্চুরি করেন মাহমুদউল্লাহ। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান। এটাই তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস।


দ্বিতীয় হাফ সেঞ্চুরির জন্য তাঁকে অপেক্ষা করতে হয় প্রায় ৩৩ মাস। ২০১৬ সালের জানুয়ারিতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ৫৪ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball