চাপের বোঝা মাথায় নিয়ে শান্ত-বিপ্লবের অভিষেক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
সৌম্য সরকার বাদ পড়ায় ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে একটি পরিবর্তন আনতেই হতো। বাংলাদেশ এনেছে তিনটি পরিবর্তন। এই ম্যাচে অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং স্পিন বোলিং অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লবের। সেই সঙ্গে একাদশে ফিরেছেন পেসার শফিউল ইসলাম।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৫তম ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে অলরাউন্ডার বিপ্লবের। শান্তর অভিষেক হয়েছে ৬৬তম ক্রিকেটার হিসেবে। দলের দুঃসময়ে চাপের বোঝা মাথায় নিয়েই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নামতে হয়েছে এই দুই তরুণ ক্রিকেটারকে। কারণ পারফরম্যান্সের কারণে বাদ পড়াদের জায়গাতে সুযোগ হয়েছে তাঁদের।

ওপেনিংয়ে নেমে ৯ বল ১১ রান কর আউট হয়েছেন শান্ত। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হলেও ওয়ানডে এবং টেস্টে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে শান্তর। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার।
বিপ্লব এবারই প্রথম জাতীয় দলের হয়ে খেলছেন। বাংলাদেশের এই তরুণ অলরাউন্ডার গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন। বিশ্বকাপে খুব একটা জ্বলে উঠতে না পারলেও গত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ খেলেছেন তিনি।
বিকেএসপির হয়ে ১৩ ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরিতে বিপ্লব করেন ৪৪০ রান। ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তাঁর। প্রায় সব ম্যাচেই বিপ্লবের রোল ছিল ব্যাটসম্যান। তবে জাতীয় দলে লেগ স্পিনিং অলরাউন্ডার হিসেবে জায়গা হয়েছে তাঁর।