‘স্মিথ ভারতীয় হলে এতো কথা হতো না’

ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
অ্যাশেজ সিরিজে অসাধারণ পারফরম্যান্স করেছেন স্টিভ স্মিথ। রান করার পাশাপাশি নতুন করে স্মিথ আলোচনায় আসেন তাঁর ব্যাটিং করার ধরন নিয়ে। অবশ্য স্মিথ যদি ভারতের ব্যাটসম্যান হতেন, তাহলে তাঁকে নিয়ে এতো বিতর্ক হতো না বলে মনে করছেন স্মিথের ব্যাটিং কোচ ট্রেন্ট উডহিল।
এবারের অ্যাশেজে তিনটি সেঞ্চুরি এবং তিনটি হাফ সেঞ্চুরিসহ স্মিথ করেছেন ৭৭৪ রান। ধ্রুপদী এই ব্যাটসম্যানের গড় ১১০ এরও বেশি। অবশ্য রানের চাইতে তাঁর ব্যাটিংয়ের ধরন নিয়েই বেশি আলোচনা হয়েছে।
স্মিথের ব্যাটিং স্টান্স, তাঁর বল ছেড়ে দেয়ার ভঙ্গিমা অথবা তাঁর হ্যান্ড এন্ড আই করডিশন- সবকিছুই বারবার আলোচনায় এসেছে। এতে খানিকটা বিরক্ত স্মিথের কোচ উডহিল।
সম্প্রতি তিনি বলেছেন, ‘স্মিথ যদি ভারতের হতো, তাহলে তার টেকনিক এবং খেলার ভঙ্গি নিয়ে এতো কথা হতো না। তার ব্যাটিং করার ধরন সহজেই মেনে নেয়া হতো। কোহলি, গাভাস্কার, সৌরভ, রোহিত বা শেবাগ- প্রত্যেকেরই নিজস্ব কিছু টেকনিক আছে।
কিন্তু ভারতের নিয়ম হলো আপনাকে রান করে ফলাফল এনে দিতে হবে। যেভাবেই রান করেন না কেন। অপরদিকে অস্ট্রেলিয়ার নিয়ম হচ্ছে আপনাকে রানও করতে হবে, আবার আপনার ব্যাটিং করার ধরন সুন্দরও রাখতে হবে।’
