শেষ দুই ম্যাচের আগে নির্ভার আফগানিস্তান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হার অথবা শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে আফগানদের জয় ফাইনালে নিয়ে যাবে রশিদ খানের দলকে।
যে কারণে অনেকটাই নির্ভার হয়ে আছে দলটি। তাই তো বুধবার অনুশীলনে আসেনি অ্যান্ডি মোলসের শিষ্যরা। এদিন সকাল ১০টা থেকে অনুশীলন করার কথা ছিল আফগানদের।

দলের ম্যানেজার রহমান যাই বিষয়টি নিশ্চিত করেছেন। অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মোলস দলের সঙ্গে আসেননি। তিনি ঢাকাতেই অবস্থান করছেন। তাই আফগানদের দায়িত্বে আছেন ম্যানেজার যাই।
চলতি সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে পাত্তাই দেয়নি আফগানিস্তান। ২৮ রানে হ্যামিল্টন মাসাকাদজার দলকে হারিয়েছে তারা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ২৫ রানে হারায় রশিদ খানের দল। এর আগে সিরিজের একমাত্র টেস্টেও বাংলাদেশকে হারিয়েছিল দলটি।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে রশিদ খানের দল। পরের দিন বাংলাদেশের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়বে আফগানরা।