promotional_ad

একাদশে পরিবর্তন আসছে বাংলাদেশের?

রতন গোমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে আজ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চার নম্বর ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে স্বাগতিক বাংলাদেশের।


ব্যাট হাতে গত দুই ম্যাচে নিস্প্রভ থাকা ওপেনার সৌম্য সরকারের পরিবর্তে আজ খেলতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে পাদপ্রদীপের আলোয় এসেছেন ২০ বছর বয়সী নাঈম।



promotional_ad

লিস্ট এ ক্রিকেটে ৩২ ম্যাচে ৪৯.৭০ গড়ে এক হাজার ৫৪১ রান সংগ্রহ করেন তিনি। যেখানে ৪টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। সৌম্যর অফ ফর্মের কারণে আজ অভিষেক হতে পারে এই তরুণ ওপেনারের।  সৌম্য ছাড়াও বাদ পড়তে পারেন সাব্বির রহমানও।


সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৫ এবং ২৪ রান করা সাব্বিরের বদলে খেলতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকে লেগ স্পিন অলরাউন্ডার আমিনুল ইসলাম। তবে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত আজ না খেললে বাদ পড়তে হবে না সাব্বিরকে। 


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। চলতি সিরিজে দুই দলের প্রথম দেখাতে ৩ উইকেটের জয় পায় সাকিব আল হাসানদের। 



বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)-


মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান/ আমিনুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball